৪৮ ঘণ্টায় ৮ বার শান্তি চুক্তি লঙ্ঘন, পাকিস্তানের গুলিতে নিহত ভারতীয় জওয়ান, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি বিজেপির

দু`দেশের প্রধানমন্ত্রী আস্থাবর্ধক পদক্ষেপের কথা বললেও, পাকিস্তানের
সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। মঙ্গলবারও পুঞ্চের বালাকোট সাব-সেক্টরে
ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকসেনা। সীমান্তের ওপার থেকে ছোড়া
মর্টারে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। নিহত জওয়ান মহম্মদ ফিরোজ খান
বিহার রেজিমেন্টের ল্যান্সনায়েক পদে কর্তব্যরত ছিলেন।
চলতি সপ্তাহে এই নিয়ে ৮বার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন
করল পাকিস্তান। বছরের হিসেবে ধরলে, সংখ্যাটা ১০০বারেরও বেশি। মঙ্গলবার
বিকেল সাড়ে ৫টা নাগাদ ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে নাগাড়ে মর্টার শেল
ছুঁড়তে শুরু করে পাকসেনা। সঙ্গে চলতে থাকে ভারী গুলিবর্ষণ। পাল্টা জবাব
দেয় ভারতীয় সেনাও। রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির
লড়াই চলে।
পাকিস্তানের ঘনঘন সংঘর্ষবিরতি চুক্তি সঙ্ঘনের ঘটনায়, প্রধানমন্ত্রী মনমোহন
সিংয়ের বিবৃতি দাবি করল বিজেপি। তাদের দাবি, সীমান্তের নিরাপত্তা নিয়ে
কেন্দ্রীয় সরকার কী ভাবছে এবং সংঘর্ষবিরতি ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে, তা
পরিষ্কার করে জানাতে হবে প্রধানমন্ত্রীকে।
No comments:
Post a Comment