|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

FABULOUS FRIDAY @ ASTOR HOTEL

2রা মে ২০১৪:
              

                         ASTOR HOTEL-এ অনুষ্ঠিত হয়ে গেল মহিলা পরিচালিত সন্ধ্যা,যেখানে সকল নিয়মিত অতিথিকে সাদর আমন্ত্রন জানানো হয়েছিল,এবং সেদিন আষ্টর এর পক্ষ থেকে একটি নতুন পানীয়র'LOPATINI' নামকরণ করে সকলকে স্বাগত জানানো হয়,উজ্জ্বলময় দিনটি ছিল শুক্রবার,আষ্টরের Signature Night Club And Plush Lounge বারটি খোলা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য।প্রত্যেক মাসে একটি করে নতুন পাণীয়র নাম দেওয়া হবে প্রিয় অতিথির নামানুসারে। ফ্যাশন ডিজাইনার,সমাজ সেবী,ব্যাবসায়ী লোপামুদ্রা সাহার নামানুসারে একটি বিশেষ পানীয়র নাম দেওয়া হয়েছে 'LOPATINI' 


              সেদিন উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা তাদের  মধ্যে অন্যতম  মিনা সাক্সার,ফ্যাশন ডিজাইনার জয়া মিশ্র,ইন্দ্রনীল মুখার্জী,এবং অভিনেত্রী অনিন্দিতা ব্যানার্জী,প্রিয়াঙ্কা রাতি পাল এবং নিক রামপাল,ও আরও অনেকে। 


প্রতি শুক্রবার রাত নটা থেকে Plush Lounge এ চলতে থাকবে একইরকম উজ্জ্বলময় সন্ধ্যা। তা্হলে দেরি কীসের,চলে আসুন। আষ্টরের পক্ষ থেকে জানা যায় তারাই এই শহরে প্রথম যারা সকল অতিথিকে সঠিক আপ্যায়নের দায়িত্ব পালনে প্রতিঞ্জাবদ্ধ।

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে