|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Naad - The Everlasting Sound"


তবলার জগতের শিল্পী সুব্রত ভট্টাচার্য এর নতুন উপহার নাদ্ মিউজিক ব্যান্ড  প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হলো। এটি পরিচালনা এবং প্রমোশনের জন্য নুগেট এন্টারটেনমেন্ট কোঃ দায়িত্বভার গ্রহন করেছে। "EXOTIC MUSICAL EXTRAVAGANZA" উত্তম মঞ্চে পরিবেশিত হবে ১০ ই সেপ্টেম্বর,২০১৪ সময় ৬ ঘটিকায়। প্রবেশ অবাধ।

 

আমাদের প্রতিনিধির সংঙ্গে সুব্রত ভট্টাচার্য বললেন তার নুতন রিদিম কোযাটার এর ফুসন মিউসিকের কথা, এতে ৪ জন ইন্টুমেন্ট,সেতার বাজাবে সংঙ্গে মেলোদিও থাকবে।এই পুজোতে ওনার থিম মিউসিক শুনতে পাওয়া যাবে ভবাণিপুরের পুজো মন্ডবে। উনি আরো ও বললেন যে সময়ের সাথে সাথে কমপিউটার মিউসিক এর চল আমাদের সময়কালে বেড়ে চললেও মানুষের সৃষ্টি ছাড়া নতুন ধরনের সুর তৈরি হওয়া সম্ভব নয় আর পুরোনো ঐতিহ্যের কদর সবসময় চিরকাল ধরে বজায় থাকবে বলে উনি আশাবাদি। নতুন প্রজন্ম যারা এই সুরের জগতে প্রবেশ করেছে তাদের উদেশ্যে তার পরামর্শ যে ধৈয্য ধরে শিখে যাও আর ক্রমাগত রোজ প্র্যাকটিস করো দেখবে একদিন সফলতা আসবেই। 


                             নুগেট এন্টারমেন্ট এর পক্ষ থেকে ইন্দ্রাণি রায় বললেন ওনারা বাঙালি কালচার এবং পশ্চিমবাংলার উন্নয়ন এ সামিল হয়ে এই সব সম্ভাবনাময় প্রতিভাগুলো তুলে আনতে চান যাতে সর্বত্র বাংলার জয় জয়কার হোক।



No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে