প্রতি বছরের মতো এবার ও Fface ক্যালেন্ডার ২০১৫ এর জন্য নতুন মুখ খঁজতে আযোজন করেছিল এক তারকাখচিত অডিশনের। উপস্থিত ছিলেন টলিউডের সনামধন্য চলচিত্র পরিচালক রাজ চক্রবর্ত্তী, বিখ্যাত ডিজাইনার শর্বরী দত্ত, টলিউড অভিনেত্রী সায়নী দত্ত, জুয়েলারি ডিজাইনার নিলাঞ্জনা চক্রবর্তী এবং প্রযোজক সত্যজিৎ সেন। Fface এর অন্যতম কর্নধার নীল রায়, ডিজাইনার ও স্টাইলিষ্ট ইন্দ্রনিল এবং ফটোগ্রাফার সম্রাট ও উপস্হিত ছিলেন।
পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে ২৮০ জন প্রতিযোগি এই Fface ক্যালেন্ডার ২০১৫ এর অডিশনের জন্য রেজিষ্টেশন করিয়েছিলেন। প্রাথমিক পর্যায়ে ৬০ জন আমন্ত্রিত দের মধ্যে ৪০ জন উপস্থিত হন ZAF Lounge এ অডিশনের জন্য ।
তাঁর মধ্যে প্রথম রাউন্ডে ২০ জনকে নির্বাচিত করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। এর মধ্যে সাধারন জ্ঞান, বিচার বুদ্ধিমত্তা এবং মানসিকতা ও আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে ১০ জন মহিলা ও ২ জন পুরুষ চুড়ান্ত পর্যায়ে নির্বাচিত করা হয়েছে ।
অডিশন ফ্লোর এ হাসি গল্প করে এমন একটা পরিবেশ ডাইরেক্টর রাজ চক্রবর্ত্তী তৈরি করে ফেলেছিলেন যে মনেই হচ্ছিল না অডিশন হচ্ছে যেনো নতুন কলেজে সবাই সবাই এর সংঙ্গে পরিচিতি লাভ করছে।
পরিচালক রাজ চক্রবর্ত্তি জানালেন ওনার মনের কথা --- কেউ যদি সত্যি ভালো মানসিকতার মানুষ হয় এবং সব দিকে যার সম্যক জ্ঞান এবং ভালো ব্যাক্তিত্বপুর্ন মানুষ রাই মডেল এবং অভিনয়ে দক্ষতা ফুটিয়ে তুলতে পারে।
ডিজাইনার শর্বরি দত্তের কথায় ও সেই আভাষ একই সুরে মিলে গেল ----উপস্হাপনা, আত্মবিশ্বাস এবং গঠন ভঙ্গিমা একজন কে ভাল মডেল এবং অভিনেতা করতে সহযোগিতা করে।
সাযনি দত্তের কথায় - মডেলিং এবং এ্যাক্টিং দুটো আলাদা ক্ষেত্র হলেও কিছুটা মেলবন্ধন আছে। একজন ভালো এ্যাক্টর বা ভালো মডেল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। যেটা অনেকেই করে না কিছুটা সাফল্য পেয়ে গেলেই হারিয়ে যায়। তাকে একাগ্র হতে হবে তার কাজের পতি এবং নিষ্ঠা সহকারে এগিয়ে যেতে হবে। তার জন্য মানসিকতার ও পরিবর্তন দরকার।
Fface এর অন্যতম কর্ণ্যধার নীল রায়ের মুখ থেকে শোনা গেল অনেক কথা তার ই কিছু কথা তুলে ধরছি --------" একজন ভালো মডেল বা এ্যাক্টিং এর জন্য সাধারন রুপ টা খুবই দরকার, উচ্চতা কোনো কোনো বাঁধা হয়ে দাড়ালেও অভিনয় ভালো জানলে ওটা উধরে যাওয়া যায়, তবে যারা ফ্যাশন শো তে র্যাম্পে ওয়াক্ করতে চায় তাদের উচ্চতা দরকারি হয়ে পড়ে যাতে ডিজাইনার এর ড্রেস টা আরো সুন্দরভাবে শো করা যায় দর্শকদের কাছে। কারুর মনের একাগ্রতা এবং আত্মবিশ্বাস থাকলে সে এই মডেল ও এ্যাক্টিং দুনিযায় ভালো জায়গা করে নিতে পারবে। Fface এমন একটা জায়গা যেখানে নতুন প্রতিভার অনেষ্বন করে তাকে ফ্লিম, ফ্যাশন দুনিযার জগতের উপযুক্ত করে তোলা হয়। প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি তাদের ব্যান্ডিং প্রমোশনের জন্য এই Fface এর সংঙ্গে হাত মেলাছে সেই সংখ্যা টাও কম নয়। Fface একটু একটু করে এগিয়ে চলেছে । আশা করা যাচ্ছে আমরা জানুয়ারি ২০১৫ এর শেষের দিক থেকে ক্যালেন্ডার শুটের প্লানিং করতে পারবো ।
সানি লিওনের সংঙ্গে আমাদের কথা চলছে আশা করা যাচ্ছে যে আমাদের Fface ক্যালেন্ডার ২০১৫ মিষ্টার এবং মিস শুটে ওনাকে পাব। আমাদের প্রথম প্রজেক্ট ছিল Fface ক্যালেন্ডার ২০১৪ । তারপর Fface মা দুর্গা । এরপর আমরা আনছি মিষ্টার এবং মিস Fface ক্যালেন্ডার ২০১৫।
এবার রাজ চক্রবর্তি আমাদের মেন্টর হিসাবে থাকছেন। ইন্দ্রনিল থাকছেন স্টাইলিষ্ট এবং ফ্যাশন মেন্টর হিসাবে Fface ক্যালেন্ডার ২০১৫ এ।এবং সম্রাট থাকছেন মুখ্য ফটোগ্রাফার হিসাবে Fface ক্যালেন্ডার ২০১৫ এ। আরো ও বিস্তারিত ভাবে জানার জন্য ওনাদের ওয়েব সাইট http://www.fface.in/ যে কেউ যোগাযোগ করতে পারেন। """-------------
No comments:
Post a Comment