|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Monsoon Dhamaka in This Week

 বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কিন্তু এই হালকা হাওয়ার ও বৃষ্টির মধ্যে মার্কেটিং এর ইচ্ছে হলে কি করবেন। বেড়িয়ে পড়ুন বর্ষাতি নিয়ে কারন কোলকাতায় বিভিন্ন হোটেল ও বিভিন্ন মুনসুন সেল চলছে।

এইরকম ই এক বর্ষার দিনে ঘুরতে ঘুরতে আমাদের প্রতিনিধি হাজির হয়েছিল, ক্যামাক স্ট্রীটের Shisha Reincarnated এ, এখানে তখন হাইস্টিট মোডার বিশাল প্রদর্শনি চলছিল। আসুন দেখে নেওয়া যাক আমাদের প্রতিবেদক চোখ দিয়ে....


 এই প্রদর্শনির উদোক্তা লোপা ম্যাডামের সংঙ্গে কথা বলে আমরা জানলাম অনেক কিছু আসুন দেখে নেওয়া যাক কি কি বললেন উনি " এবারের কালেকশন মুনসুন এবং ইদ কে মাথায় রেখে করা ।

 
আমাদের এই প্রদর্শনি করার জন্য প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ, ইন্ডিয়ার নানা প্রদেশ, এবং পাকিস্থান থেকে বেছে বেছে নতুন ধরনের পোষাক এবং পন্য নিয়ে আসা হয়েছে। প্রতি বছর ই আমাদের প্রদশনিতে ভালোই দর্শক ও ক্রেতা পেয়ে থাকি  তার কারন একটাই সব ধরনের দব্য এক ছাদের তলায় এবং সর্ব সাধারনের সাধ্যের মধ্যেই পাওয়া যায় এবং সেগুলো যথেষ্ট গুনমানের দিক থেকে উচ্চমানের, প্রচন্ড আত্মবিশ্বাসের ফসল।
 লোপা ম্যাডাম একজন মহিলা উদোক্তা  হিসাবে প্রথম থেকে শেষ পর্যন্ত্য নিজে দেখাশোনা করেই এই জায়গায় পৌছে নিয়ে গেছেন। নিজের কাজের প্রতি বিশ্বাস,কাজের ইচ্ছা এবং নিজে অন্যদের থেকে কিছু আলাদা করার ইচ্ছে আর সকলের আর্শিবাদ নিয়েই এগিয়ে চলেছেন উনি। এটা দেখে খুবই সবার ই ভালো লাগার কথা যে পশ্চিমবঙ্গে মহিলারা আজকাল কেউ নির্ভরশীল থাকতে চান না বা ঘরে বসে থাকতে চান না। সবাই একটা নিজস্ব পরিচিতি চান। শুধু মনের জোর আর কাজের ইচ্ছে ভরসা করে মহিলারা এগিয়ে যেতে চান। নিজের পায়ে দাড়ানোর এই অদম্য প্রচেষ্টা তাদের জয়ী করবেই। এখানে বাংলাদেশ , ইন্ডিয়া ও পাকিস্তানের নানা ডিজাইনার দের তৈরি নতুন ধরনের পোষাকের সম্ভার দেখতে পাওয়া যায়। এই প্রদর্শনিতে উপস্হিত ছিলেন Sayani Dutta, Suchandra Vaniya, Disha Roychowdhury, Washim Kapoor,Samidh Mukherjee।



প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে