বাংলা সংগীত জগতে ভাবনা রেকর্ডস্ আ্যান্ড ক্যাসেটস্ গত সতেরো বছর ধরে প্রথমে ক্যাসেট এবং পরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রবীন্দ্রসংগীত,লোকসংগীত ও অন্যান্য বাংলা গানের সিডি/ ভিসিডি/ ডিভিডি প্রকাশ করেছে।
ভাবনা তার নিজস্ব বৈশিষ্ট্যকে সামনে রেখে এ ' বছর স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে প্রকাশ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্ববোধক গান ও পাঠের সংকলন 'ও আমার দেশের মাটি' । এই সংকলনটিতে পাঠ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং গান গেয়েছেন শাকিলা সুলতানা। সংকলন ও বিন্যাসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।
এই সংকলনে গাওয়া হয়েছে ' ও আমার দেশের মাটি' ' আমার সোনার বাংলান', 'বিধির বাঁধন কাটবে তুমি' ইত্যাদি গান গুলি।
সম্পতি প্রেসক্লাবে এক সাংবাদিক সংম্নেলনে ' ও আমার দেশের মাটির" সিডির আবরন উন্মোচন হল। উপস্হিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় , রামানন্দ বন্দোপাধ্যায় এবং শিল্পী শাকিলা সুলতানা।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্নর জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
.
No comments:
Post a Comment