|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Tata Steel Kolkata 25K raises over Rs 74.53 lakhs for Charity

  
কোলকাতা সপ্তর্ষী সিংহঃ 
দৌড়ের মাধ্যমে এক অভিনব উদ্যোগঃটাটা স্টিল কলকাতার উদ্যোগে গত  ১৮ ডিসেম্বর ২০১৬ কলকাতার রাজপথে প্রচুর তারকা ও মানুষ মিলিত  হয়ছিল রান টু রান দৌড়ান এর উদ্দ্যেশে। এই দৌড়ের মাধ্যমে প্রায় ৭৪*৫৩ লক্ষ টাকা সাহায্যের জন্য ২৪টি চ্যারিটিতে বৃদ্ধি হল। ২২টি কর্পোরেট কোম্পানি প্রায় ৩৬*৫ লক্ষ্য টাকা সাহায্য করে। এই উপলক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি কলকাতার এক রেস্তোরাঁয় ইউনাইটেড ওয়ে কলকাতা এক অনুষ্ঠান আয়োজন করে। এই সান্ধ্য অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আয়োজক চেয়ারম্যান অনিরুদ্ধ গুপ্ত,টাটা স্টিল কর্নধার সন্দেশ কুমার। এছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা,মেয়র পারিষদ দেবাশীষ কুমার  ও নৃত্যশিল্পী অলকানন্দা রায় ও অভিনেত্রী জয়া শীল ঘোষ। কর্পোরেট কোম্পানি বাজাজ ইলেকট্রিক বেশি অবদানের জন্য কর্নধার পরিভরন মিত্রকে সংবর্ধিত  করা হয়। এছাড়াও টাটা মেডিকেল  সেন্টার,রাজচন্দ্র লাভ অ্যান্ড কেয়ার ও স্বয়াম তিনট সংস্হাকে পুরস্কৃত  করা হল। 


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে