অটোগ্রাফ সংগ্রহের প্রদর্শনী
ঋদ্ধি ভট্টাচার্যঃ গত ৩ মার্চ থেকে ৫ মার্চ কলকাতা রোটারি সদনে অনুষ্ঠিত হলও হবি ফেয়ার । যার প্রধান উদ্দেশ্য ছিলো অটোগ্রাফ সংগ্রহকে সাধারন মানুষের মধ্যে তুলে ধরা ও উৎসাহ প্রদান। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রাহকরা তাঁদের সংগ্রহ প্রদর্শন করেন। যেমন ভেঙ্কটদাস আগ্রওয়ালের সংগৃহীত গুলজারের বিভিন্ন ভাষায় সাক্ষর, মেসি, রোনাল্ডো, জিদান,মারাদোনা এরকম সব তারকাদের সংগৃহীত সাক্ষর বিশেষ ভাবে দর্শনীয়। এছারাও সিনেমার তারকাদের সাক্ষর ও বিশেষ ভাবে দর্শনীয় যেমন সত্যজিৎ রায়, শর্মিলা ঠাকুর, উত্তম কুমার, সুচিত্রা সেন, ওয়াহিদা রহমান, মুমতাজ ও অন্যান্যরা। এছাড়াও মহত্মা গান্ধী, লালবাহাদুর শাস্ত্রীর অটোগ্রাফও আছে।
হাওড়ার সৌভিক মুখার্জীর প্রদর্শিত অটোগ্রাফ দর্শকদের আকৃষ্ট করেছে। বিভিন্ন লেখক লেখিকাদের বইয়ে দেওয়া সাক্ষরও প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে। এদের মধ্যে রয়েছেন বিভুতিভূষণ বন্দোপাধ্যায়, তারাশঙ্কর বন্দোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, তসলিমা নাসরিন, আনন্দশঙ্কর রায়, বাদল সরকার প্রমুখ। এছারাও বিভিন্ন ক্রীড়াবিদ ও রাজনিতিকদের উপর প্রদর্শন করলেন সরোজ রঞ্জন কর ও কুলাল মুন্দ্রা।
অটোগ্রাফ ছাড়াও টিনটিনের উপর বিভিন্ন ডাক টিকিট, স্পেশাল ইসু, পোস্ট কার্ড এই সবের প্রদর্শন করলেন সত্যজিৎ শীল। এছাড়াও বিভিন্ন দেশলাই বাস্কের সংগ্রহ দেখালেন সায়ন্তন ভট্টাচার্য।
হাওড়ার সৌভিক মুখার্জীর প্রদর্শিত অটোগ্রাফ দর্শকদের আকৃষ্ট করেছে। বিভিন্ন লেখক লেখিকাদের বইয়ে দেওয়া সাক্ষরও প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে। এদের মধ্যে রয়েছেন বিভুতিভূষণ বন্দোপাধ্যায়, তারাশঙ্কর বন্দোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, তসলিমা নাসরিন, আনন্দশঙ্কর রায়, বাদল সরকার প্রমুখ। এছারাও বিভিন্ন ক্রীড়াবিদ ও রাজনিতিকদের উপর প্রদর্শন করলেন সরোজ রঞ্জন কর ও কুলাল মুন্দ্রা।
অটোগ্রাফ ছাড়াও টিনটিনের উপর বিভিন্ন ডাক টিকিট, স্পেশাল ইসু, পোস্ট কার্ড এই সবের প্রদর্শন করলেন সত্যজিৎ শীল। এছাড়াও বিভিন্ন দেশলাই বাস্কের সংগ্রহ দেখালেন সায়ন্তন ভট্টাচার্য।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে।
ধন্যবাদান্তে,
এখন খবর
No comments:
Post a Comment