![]() |
ছবিঃ সুদীপ্ত চক্রবর্তী |
সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
বাংলাদেশের রুপকার তথা জাতির জনক বঙ্গ ব্ন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭ তম জন্ম দিবসে শ্রদ্ধ্যার্ঘ্য বাংলাদেশ উপ হাই কমিশনের। ১৭ মার্চ কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় এই দিনটি উদযাপিত হল। বাংলাদেশের মানুষ তথা উপ হাই কমিশন এই দিনটিকে জাতীয় শিশু দিবসের মাধ্যমে উদযাপিত করল। বঙ্গ বন্ধুর আন্দোলন ও জাতির প্রতি নেতৃত্ব নিয়ে একটি চিত্র প্রদর্শনী প্রদর্শিত হয়। এছাড়াও ছোট্ট শিশুদের মাধ্যমে চিত্র অঙ্কন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের আয়োজক জকি আহাদ জানান বঙ্গবন্ধুর দেখানো পথে বাংলাদেশ হাঁটছে আর ২০৪১ সালে উচ্চবিত্ত হবে। তিনি না থাকলে প্রতিবেশী দেশ ভারতের সাথে এত সুনিবিড় সম্পর্ক তৈরি হত না। স্বল্প সময়র কর্ম জীবনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে রুপ দিয়েছেন,বাংলা ভাষা মর্যাদা পেয়ছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর উন্নতির প্রশংসা করেন। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন চিত্রশিল্পী রীনা ভিমানী।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment