সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
ভোজপুরি উৎসবে মাতহারা হয়ে উঠল কোলকাতা
পশ্চিমবঙ্গ ভোজপুরি সম্মেলনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল হোলি মিলন উৎসব। পোস্তায় দিগম্বর জৈন বিদ্যালয়ে ১৮ মার্চ এই উৎসবের আয়োজন করা হয়। কলকাতায় বসবাসকারী উত্তরপ্রদেশ ও বিহারের ভোজপুরী বাসিন্দাদের একত্রিত করার প্রয়াসে এই অনুষ্ঠানের আয়োজন। হোলি মিলনে উৎসবে উপস্হিত হয়েছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে,নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা,অনুষ্ঠানের আয়োজক কৃষ্ণ প্রসাদ পাত্র ও শচীন ত্রিপাঠী। এই অনুষ্ঠানে ছিল ভোজপুরি খাবারের বিশাল আয়োজন ও ভোজপুরি গানের সমারহ।
পশ্চিমবঙ্গ ভোজপুরি সম্মেলনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল হোলি মিলন উৎসব। পোস্তায় দিগম্বর জৈন বিদ্যালয়ে ১৮ মার্চ এই উৎসবের আয়োজন করা হয়। কলকাতায় বসবাসকারী উত্তরপ্রদেশ ও বিহারের ভোজপুরী বাসিন্দাদের একত্রিত করার প্রয়াসে এই অনুষ্ঠানের আয়োজন। হোলি মিলনে উৎসবে উপস্হিত হয়েছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে,নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা,অনুষ্ঠানের আয়োজক কৃষ্ণ প্রসাদ পাত্র ও শচীন ত্রিপাঠী। এই অনুষ্ঠানে ছিল ভোজপুরি খাবারের বিশাল আয়োজন ও ভোজপুরি গানের সমারহ।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment