সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
উদ্বোধন হল বাইক ট্যাক্সি
গন্তব্যস্হলে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে পথসাথী অ্যাপস ও কার্ডের পর সূচনা হল বাইক ট্যাক্সি।১৬ মার্চ কলকাতার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট এর ময়দান টেন্টে পরিবহন মন্ত্রী এই নতুন পরিবহনের সূচনা করেন।মন্ত্রী বলেন রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের পর এই নতুন পরিবহন আরো সুবিধাজনক হবে। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিধাননগরের বিধায়ক সব্যসাচী দত্ত,মেয়র সুজিত বসু ও পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রথম এই পরিষেবা ধর্মতলা থেকে রাজারহাট নিউটাউন পর্যন্ত শুরু হবে। এরপর পরবর্তী সময়ে ওই পরিষেবা কলকাতায় চালু হবে। এই পরিষেবা পাওয়ার জন্য নিজের মোবাইল থেকে বুকিং করা যাবে। এই পরিষেবার জন্য প্রতি ২কিমির জন্য ২০ টাকা চার্জ দিতে হবে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment