মহারাজের হাতে উদ্বোধন হল নতুন ক্রিকেট অ্যাকাদেমিঃ
রবিবার দুপুরে বাঘাযতীন তরুন সংঘের মাঠে শিবশঙ্কর পালের নতুন ক্রিকেট ক্যাম্পাসের উদ্বোধন হল ম্যাকো গড়বে মহারাজ। এই অ্যাকাদেমির উদ্বোধনে উপস্হিত ছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। এছাড়াও ছিলেন সম্বরন বন্দোপাধ্যায়,অশোক মালহোত্রা,সৌরাশিষ লাহিড়ীর মত বাংলার প্রাক্তল তারকারা। ম্যাকোর ডাকে সড়া দিয়ে উপস্হিত হয়েছিলেন ছত্তিশগড়ের অধিনায়ক মহম্মদ কাইফ। সব মিলিয়ে ভর দুপুরে চাঁদের হাট বসেছিল। তবে হাজার খানিক দর্শকের উৎসাহের কেন্দ্রে ছিলেন সৌরভ। অ্যাকাদেমির সিমেন্টের উইকেটে ব্যাট হাতে নেমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাদা।
রবিবার দুপুরে বাঘাযতীন তরুন সংঘের মাঠে শিবশঙ্কর পালের নতুন ক্রিকেট ক্যাম্পাসের উদ্বোধন হল ম্যাকো গড়বে মহারাজ। এই অ্যাকাদেমির উদ্বোধনে উপস্হিত ছিলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। এছাড়াও ছিলেন সম্বরন বন্দোপাধ্যায়,অশোক মালহোত্রা,সৌরাশিষ লাহিড়ীর মত বাংলার প্রাক্তল তারকারা। ম্যাকোর ডাকে সড়া দিয়ে উপস্হিত হয়েছিলেন ছত্তিশগড়ের অধিনায়ক মহম্মদ কাইফ। সব মিলিয়ে ভর দুপুরে চাঁদের হাট বসেছিল। তবে হাজার খানিক দর্শকের উৎসাহের কেন্দ্রে ছিলেন সৌরভ। অ্যাকাদেমির সিমেন্টের উইকেটে ব্যাট হাতে নেমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাদা।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment