স্টেডিয়াম পাচ্ছে ফালাকাটা
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘার পর আলিপুরদুয়ারে প্রথম কংক্রিটের স্টেডিয়াম। ১০ হাজার দর্শকাসনের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৭ কোটি টাকা অনুদান করেছে। এপ্রিলে কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফালাকাটা টাউন ক্লাবের সম্পাদক বিমল লোধা রায়। ১৯৫৪ সালে ফালাকাটা শহরে টাউন ক্লাব প্রতিষ্ঠার পর শহরের বিভিন্ন স্কুল,ক্লাব ও সরকারী দপ্তরের খেলা অনুষ্ঠিত হয়। শহরের বহু রাজনৈতিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ভরসা এই মাঠ। শহরের ক্রীড়াপ্রেমী থেকে ক্লাবের সম্পাদক প্রত্যেকে বিধায়কের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন। স্টেডিয়ামে প্রেস বক্স,ভিআইপি বক্স সহ ৪০০ আসনের হল ঘর এবং ৫০ টি গাড়ি রাখার ব্যবস্হা থাকবে। স্টেডিয়াম হওয়ায় খুশী শহরের বিশিষ্ট ফুটবলার দেবব্রত সরকার।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘার পর আলিপুরদুয়ারে প্রথম কংক্রিটের স্টেডিয়াম। ১০ হাজার দর্শকাসনের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ৭ কোটি টাকা অনুদান করেছে। এপ্রিলে কাজ শুরু হবে বলে জানিয়েছেন ফালাকাটা টাউন ক্লাবের সম্পাদক বিমল লোধা রায়। ১৯৫৪ সালে ফালাকাটা শহরে টাউন ক্লাব প্রতিষ্ঠার পর শহরের বিভিন্ন স্কুল,ক্লাব ও সরকারী দপ্তরের খেলা অনুষ্ঠিত হয়। শহরের বহু রাজনৈতিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ভরসা এই মাঠ। শহরের ক্রীড়াপ্রেমী থেকে ক্লাবের সম্পাদক প্রত্যেকে বিধায়কের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন। স্টেডিয়ামে প্রেস বক্স,ভিআইপি বক্স সহ ৪০০ আসনের হল ঘর এবং ৫০ টি গাড়ি রাখার ব্যবস্হা থাকবে। স্টেডিয়াম হওয়ায় খুশী শহরের বিশিষ্ট ফুটবলার দেবব্রত সরকার।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment