সপ্তর্ষি সিংহ,কোলকাতাঃ
ন্যাসকমের এক উদ্যোগে শোকেশ প্রোগ্রাম
শিল্প ক্ষেত্রে এক উল্লেক্ষ্য নাম ন্যাসকম।যারা ইস্টার্ন ইন্ডিয়ায় ৩০ টি নতুন উদ্যোগপতি কোম্পানির বিনিয়োগের মাপকাঠি নিয়ে একটি প্রজেক্ট প্রোগ্রাম তুলে ধরা। ইষ্ট ইন্ডিয়ায় একটি বৃহৎ সদ্য স্টার্ট আপ কোম্পানি গুলিকে নিয়ে ১-৩০ এপ্রিল থ্রিভ ৩০ সম্মেলন আয়োজিত হবে। ২৮ মার্চ একটি বৈঠকে ন্যাশকমের পক্ষ থেকে এই কথা জানান রিজওনাল ডিরেক্টর নিরুপম চৌধুরী,চেয়ারম্যান কমল অাগরওয়াল ও অলোকেশ আগরওয়াল। ইস্টার্ন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে ৩০টি কোম্পানির মধ্যে ৫ টি ফলপ্রসু কোম্পানিকে সাপোর্ট দেওয়া হবে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
ন্যাসকমের এক উদ্যোগে শোকেশ প্রোগ্রাম
শিল্প ক্ষেত্রে এক উল্লেক্ষ্য নাম ন্যাসকম।যারা ইস্টার্ন ইন্ডিয়ায় ৩০ টি নতুন উদ্যোগপতি কোম্পানির বিনিয়োগের মাপকাঠি নিয়ে একটি প্রজেক্ট প্রোগ্রাম তুলে ধরা। ইষ্ট ইন্ডিয়ায় একটি বৃহৎ সদ্য স্টার্ট আপ কোম্পানি গুলিকে নিয়ে ১-৩০ এপ্রিল থ্রিভ ৩০ সম্মেলন আয়োজিত হবে। ২৮ মার্চ একটি বৈঠকে ন্যাশকমের পক্ষ থেকে এই কথা জানান রিজওনাল ডিরেক্টর নিরুপম চৌধুরী,চেয়ারম্যান কমল অাগরওয়াল ও অলোকেশ আগরওয়াল। ইস্টার্ন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে ৩০টি কোম্পানির মধ্যে ৫ টি ফলপ্রসু কোম্পানিকে সাপোর্ট দেওয়া হবে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment