বারাসতে যুদ্ধ উইলস বনাম প্লাজা
১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে শীর্ষে। হাতে আর মাত্র ছ ম্যাচ। আজ ঘরের মাঠে ডেরিক পেরেরার বিরুদ্ধে নামার আগে কিছুটা সতর্ক মর্গ্যান। কিছুদিন আগেও তিনি ছিলেন বেকার,সেই ডেরিক পেরেরা আচমকা বদলে দিয়েছেন ভেঙ্গে পড়া চার্চিলকে।দায়িত্ব নেওয়ার মাত্র তিন ম্যাচে পরপর জয়। লিগ টেবিলের তলানি থেকে ৬ নম্বরে তুলে এনেছেন। সোমবার প্র্যাক্টিসের পর তিনি বলেন আই লিগ দেখতাম,চার্চিল টিমটা খারাপ ছিল না। কিছু বদলের দরকার ছিল,সেটাই করেছি। চার্চিলকে গোয়ার মাঠে ২-০ হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। এখন দেখার ঘরের মাঠে চাপ কাটিয়ে শেষ হাসি কে হাসে।
১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলে শীর্ষে। হাতে আর মাত্র ছ ম্যাচ। আজ ঘরের মাঠে ডেরিক পেরেরার বিরুদ্ধে নামার আগে কিছুটা সতর্ক মর্গ্যান। কিছুদিন আগেও তিনি ছিলেন বেকার,সেই ডেরিক পেরেরা আচমকা বদলে দিয়েছেন ভেঙ্গে পড়া চার্চিলকে।দায়িত্ব নেওয়ার মাত্র তিন ম্যাচে পরপর জয়। লিগ টেবিলের তলানি থেকে ৬ নম্বরে তুলে এনেছেন। সোমবার প্র্যাক্টিসের পর তিনি বলেন আই লিগ দেখতাম,চার্চিল টিমটা খারাপ ছিল না। কিছু বদলের দরকার ছিল,সেটাই করেছি। চার্চিলকে গোয়ার মাঠে ২-০ হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। এখন দেখার ঘরের মাঠে চাপ কাটিয়ে শেষ হাসি কে হাসে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment