|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Enthusiastic Engineering Students Take Care of Women's Safety

মহিলা নিরাপত্তায় উদ্যোগ ইঞ্জিনয়ারিং ছাত্রদের
দিল্লী কিংবা কলকাতা,শহরের প্রায় বহু জায়গায় ওলা ট্যাক্সিতে ঘটছে ধর্ষনের মত ভয়াবহ ঘটনা।ভ্রমনের সময় মহিলদের নিরাপত্তার কথা ভেবে ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা তৈরি করেছে এক নতুন পদ্ধতি। ওলা ট্যাক্সির ভিতর সামনের সিট ও পিছনের সিটের মাঝে একটি লোহার জাল দেওয়া। এই জালটি লক করার সুইচ থাকবে যাত্রীদের হাতে। এছাড়াও কম্পিউটার সায়েন্স টেকনোলজির ছাত্ররা তৈরী করেছে ব্যাটারী চালিত একটি ড্রোন। প্রায় ৫০ মিটার দূরত্ব পর্যন্ত এই ড্রোনটি কভার করতে পারবে। আইইএম কলজের পক্ষ থেকে ২৯ এপ্রিল কলেজ ক্যাম্পাসে এক সাংবাদিক সম্মেলনে তাদের এই কর্মপ্রয়াস তুলে ধরা হয়। এই কর্ম প্রয়াসের সফল কারিগর দুই ছাত্র অর্ণব নন্দী ও দেবজিৎ পাল।



প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে