বানিজিক প্রসারে অ্যাসোচেমের উদ্যোগে ফুড শো
খাদ্য রসিক বাঙালীর নতুন বছরে তিনদিন ব্যাপী ফুড প্রদর্শনীর শুভ সূচনা হল পয়লা বৈশাখে। অ্যাসোচেম ইন্ডিয়ার উদ্যোগে ভারতের পন্য বাজারে চিন,জাপান,হংকং এর সাথে যৌথ ভাবে ক্রেতা-বিক্রেতা সম্বন্বয়ের উদ্যেশে এই ফুড ফেস্ট। ১৫ এপ্রিল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। এই উদ্বোধনী অনূষ্ঠানে উপস্হিত ছিলেন অ্যসোচেম ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জয় ঝুনঝুনওয়ালা,পশ্চিম বঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরন দপ্তরের সেক্রেটারি নন্দিনি চক্রবর্তী,অ্যাসোচেম ডিরেক্টর পারমিন্দর জিৎ কাউর, প্রানীসম্পদ বিকাশ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিপি গোপালিকা এবং প্রধান অতিথি চাইনিজ কনসুলেট ডেপুটি কনসাল জেনারেল মিঃ কাই,জাপানী কনসাল জেনারেল মাসাউকি টেগা।১৭ এপ্রিল প্রর্যন্ত এই প্রদশনী মেলায় কৃষি,মাছ ও খাদ্য প্রক্রিয়াকরনের মত দপ্তর অংশগ্রহন করেছে।
খাদ্য রসিক বাঙালীর নতুন বছরে তিনদিন ব্যাপী ফুড প্রদর্শনীর শুভ সূচনা হল পয়লা বৈশাখে। অ্যাসোচেম ইন্ডিয়ার উদ্যোগে ভারতের পন্য বাজারে চিন,জাপান,হংকং এর সাথে যৌথ ভাবে ক্রেতা-বিক্রেতা সম্বন্বয়ের উদ্যেশে এই ফুড ফেস্ট। ১৫ এপ্রিল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন। এই উদ্বোধনী অনূষ্ঠানে উপস্হিত ছিলেন অ্যসোচেম ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জয় ঝুনঝুনওয়ালা,পশ্চিম বঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরন দপ্তরের সেক্রেটারি নন্দিনি চক্রবর্তী,অ্যাসোচেম ডিরেক্টর পারমিন্দর জিৎ কাউর, প্রানীসম্পদ বিকাশ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিপি গোপালিকা এবং প্রধান অতিথি চাইনিজ কনসুলেট ডেপুটি কনসাল জেনারেল মিঃ কাই,জাপানী কনসাল জেনারেল মাসাউকি টেগা।১৭ এপ্রিল প্রর্যন্ত এই প্রদশনী মেলায় কৃষি,মাছ ও খাদ্য প্রক্রিয়াকরনের মত দপ্তর অংশগ্রহন করেছে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment