লেটস ফুটবল মাদ্রিদ
সব খেলার সেরা বাঙালীর ফুটবল। শুধু আবেগপ্রবন বাঙালী নয় ফুটবলকে ঘিরে স্বপ্ন কলকাতা তথা গোটা দেশ। ঘুরে দাঁড়াতে সচেষ্ট ভারতীয় ফুটবল মহল। খুশীর খবর ২০১৭ অনূর্দ্ধ ১৭ যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে যা থেকে বাদ পড়েনি যুবভারতী।সম্প্রতি মায়ানমারকে হারিয়ে ফিফা তালিকায় ১০১ নম্বরে স্হান দখল করেছে ভারতীয় দল।পৃথিবীর মানচিত্রে দেশের উদিয়মান খেলোয়াডদের জায়গা তৈরি করে দিতে উদ্যোগী হল ফুটবল নেক্স্ট ফাউন্ডেশন। তাদের প্রচেষ্টায় ইতিমধ্যেই কাশ্মীরের দুই তরুন ফুটবলার নিজেদের চিনিয়েছে মাদ্রিদের লা লিগা দলে। এবার রাজডাঙ্গা ক্লাবের সাথে যৌথ উদ্যোগে দুজন কলকাতার ফুটবলারকে লা লিগায় সুযোগ করে দিতে চান। এই উদ্দ্যেশে সোমবার অ্যাক্রোপলিস মলে রোড টু স্পেন নামে একটি অনুষ্ঠানে এই প্রস্তুতির সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত,প্রশান্ত বন্দোপাধ্যায়,শ্যামল ব্যানার্জি এবং পৌলমী ঘটক,নাসিম আখতার ও মেয়র পারিষদ দেবাশিষ কুমার,উদ্যেক্তা সুশান্ত ঘোষ,কৌশিক মৌলিক প্রভৃতি বিশিষ্ট ব্যাক্তিরা। এই অঞ্চলে ১ কোটি টাকায় একটি নতুন স্টেডিয়াম করার ভাবনা চিন্তা আছে বলে জানান দেবাশিষ বাবু।
সব খেলার সেরা বাঙালীর ফুটবল। শুধু আবেগপ্রবন বাঙালী নয় ফুটবলকে ঘিরে স্বপ্ন কলকাতা তথা গোটা দেশ। ঘুরে দাঁড়াতে সচেষ্ট ভারতীয় ফুটবল মহল। খুশীর খবর ২০১৭ অনূর্দ্ধ ১৭ যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে যা থেকে বাদ পড়েনি যুবভারতী।সম্প্রতি মায়ানমারকে হারিয়ে ফিফা তালিকায় ১০১ নম্বরে স্হান দখল করেছে ভারতীয় দল।পৃথিবীর মানচিত্রে দেশের উদিয়মান খেলোয়াডদের জায়গা তৈরি করে দিতে উদ্যোগী হল ফুটবল নেক্স্ট ফাউন্ডেশন। তাদের প্রচেষ্টায় ইতিমধ্যেই কাশ্মীরের দুই তরুন ফুটবলার নিজেদের চিনিয়েছে মাদ্রিদের লা লিগা দলে। এবার রাজডাঙ্গা ক্লাবের সাথে যৌথ উদ্যোগে দুজন কলকাতার ফুটবলারকে লা লিগায় সুযোগ করে দিতে চান। এই উদ্দ্যেশে সোমবার অ্যাক্রোপলিস মলে রোড টু স্পেন নামে একটি অনুষ্ঠানে এই প্রস্তুতির সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত,প্রশান্ত বন্দোপাধ্যায়,শ্যামল ব্যানার্জি এবং পৌলমী ঘটক,নাসিম আখতার ও মেয়র পারিষদ দেবাশিষ কুমার,উদ্যেক্তা সুশান্ত ঘোষ,কৌশিক মৌলিক প্রভৃতি বিশিষ্ট ব্যাক্তিরা। এই অঞ্চলে ১ কোটি টাকায় একটি নতুন স্টেডিয়াম করার ভাবনা চিন্তা আছে বলে জানান দেবাশিষ বাবু।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment