|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Meher Ali is now being shown in movie theaters in Kolkata


সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
পুলিশ লক আপ থেকে পলাতক এক সন্ত্রাসবাদী আসামী মেহের আলি। কলকাতা তথা সব জেলা জুড়ে জারি হয় রেড অ্যালর্ট। কুখ্যাত এই দুস্কৃতিকে দেখলেই সুট অ্যান্ড সাইটের নির্দেশ দেওয়া হয়ছে। কিন্তু কেন কলকাতা শহরে এমন দৃশ্য। কলকাতার উচ্চবিত্ত পরিবারের মেয়ে উজ্জয়িনী চ্যটার্জী আর বহরমপুরের দরিদ্র ঘরের ছেলে মেহের আলি। এক ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ভিন্ন ধর্মের পড়ুয়ার মধ্যে গড়ে ওঠে প্রেম সম্পর্ক। ধীরে ধীরে দুটি মন স্বপ্ন দেখতে শুরু করে ঘর বাঁধার। কিন্তু আজও এই বর্তমান সমাজ জাতিভেদের প্রেমকাহিনীকে অস্বীকার করে। ঠিক এই সময় ঘটে এক অজানা দুর্ঘটনা।এই পরিস্হিতিতে মেহেরের সঙ্গে উজানের শেষ বার সাক্ষাৎে মেহেরের বন্ধুর কেনা একটি গিফটে বোমা ব্লাস্টিংয়ে মৃতু্য হয় উজানের বাবার। আর দুর্ভাগ্যজনক এই ঘটনায় সন্ত্রাসবাদী তালিকায় নাম জড়ায় মেহেরের। এরপর শেষ দিকে ক্লাইম্যাক্সে প্রেম পরিনয়ের সম্পর্ক,সমাজের চোখে সংখ্যালঘু সমম্যা অসাধারন তুলে ধরেছেন পরিচালক। এই সব উত্তর পেতে মেহের আলি (চ্যাটার্জী)দর্শককে আকৃষ্ট করবে। ৩১ মার্চ এই ছবির প্রিমিয়ারে এসেছিলেন পরিচালক অরিন্দম দে,হিরন, পরিচালক রাজ চক্রবর্তী এবং অন্যান কলাকুশলীরা।


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে