সংখ্যালঘু দের জন্য কেন্দ্রীয় সরকারের দুটি নতুন প্রকল্প
ওরিয়ন এডুটেক এর উদ্যোগে ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যে সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য দুটি নতুনপ্রকল্প চালু করল। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে দেশের সংখ্যালঘু যুবক যুবতীদের প্রশিক্ষনের মাধ্যমে কাজের ব্যবস্হা করার উদ্যোগ। ২৪ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে নয়া মনজিল এবং শেখো অউওর কামাও নামে দুটি প্রকল্পের সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ওরিয়ন এডুটেকের বিজনেস ডিরক্টর পি কে দাস এবং দেব প্রসাদ সাহা,সঞ্জয় মাইতি,ইন্দ্রনীল বিশ্বাস, চিরঞ্জীত ঘোষ। এই দুটি প্রকল্প শেখানো হবে হলদিবাড়ি, ময়নাগুড়ি,কারশিয়াং,মাথাভঙ্গা,ডোমজুর,মগরাহাট,বজবজ, গাজল,রায়গঞ্জ,গঙ্গারামপুর,লালগোলা।এছাড়াও নর্থ-ইষ্টের ৫টি রাজ্যে এই প্রশিক্ষন উপলদ্ব্ধ।
ওরিয়ন এডুটেক এর উদ্যোগে ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যে সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য দুটি নতুনপ্রকল্প চালু করল। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে দেশের সংখ্যালঘু যুবক যুবতীদের প্রশিক্ষনের মাধ্যমে কাজের ব্যবস্হা করার উদ্যোগ। ২৪ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে নয়া মনজিল এবং শেখো অউওর কামাও নামে দুটি প্রকল্পের সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ওরিয়ন এডুটেকের বিজনেস ডিরক্টর পি কে দাস এবং দেব প্রসাদ সাহা,সঞ্জয় মাইতি,ইন্দ্রনীল বিশ্বাস, চিরঞ্জীত ঘোষ। এই দুটি প্রকল্প শেখানো হবে হলদিবাড়ি, ময়নাগুড়ি,কারশিয়াং,মাথাভঙ্গা,ডোমজুর,মগরাহাট,বজবজ, গাজল,রায়গঞ্জ,গঙ্গারামপুর,লালগোলা।এছাড়াও নর্থ-ইষ্টের ৫টি রাজ্যে এই প্রশিক্ষন উপলদ্ব্ধ।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment