|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Ration Delars now come to road on Demand

একগুচ্ছ দাবিতে রেশন ডিলাররা
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দাবি দাওয়ার ইসু্তে কলকাতা প্রেস ক্লাবে নিজেদের কর্মসূচি নিয়ে একটি প্রেস কনফারেন্স হয়। ৭ এপ্রিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস রেশন সপ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু,সভাপতি মৃদুল কুমার হাজরা,বীজমোহন গুপ্ত, কালীচরন গুপ্ত,নিখিলেশ ঘোষ। ৭টি বিষয়ে ১৮ জুলাই রামলীলা ময়দানে জমায়েত হয়ে একটি বৃহৎ পদযাত্রার মাধ্যমে প্রধনমন্তীর কাছে ফেডারেশন দাবিপত্র পেশ করবে।  বিশ্বম্ভর বাবু জানান এই পদযাত্রায় সারা দেশ থেকে প্রায় ৫ হাজার জন অংশ নেবে। ইতিমধ্যে চন্ডীগড় ও পুদুচেরীতে রেশন ব্যবস্হা বন্ধ হয়ে গেছে।


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে