প্রতিষ্ঠিত হল ছোট ছবির প্রোডাকশন এসএমপিএআই
টেলিভিশনের পর্দায় নতুন অভিনেতা-অভিনেত্রী তুলে আনতে বিনোদন জগতে এক নতুন প্রোডাকসন হাউসের দরজা খুলে গেল। আজকের সময় ডিজিটাল প্ল্যাটফর্ম মানবজীবনে এক কার্যকরী ভূমিকা নিয়েছে সেই অস্ত্রকে হাতিয়ার করে এক চেনা পরিচালক সম্রাট মূখার্জী নিজস্ব প্রোডাকসন হাউসের জন্ম দিলেন। ২৬ এপ্রিল নিজস্ব প্রডোকশন হাউসের ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরী ৭টি ছোট ছবির মাধ্যমে এই প্রোডাকসন হাউসের পথ চলা শুরু করলেন। সম্রাট জানান অভিনয় জগতে নবাগত পরিচালক ও অভিনয়ের সাথে জড়িত দের জায়গা করে দিতে একটি ইউ টিউবের মাধ্যমে ছোট ছবি প্রচার করা হবে। এই অনুষ্ঠানে রুদ্রনীল ঘোষ ও টেলি দুনিয়ার বহু কলা কুশলী ব্যাক্তিরা উপস্হিত ছিলেন। এই ৭টি ছবির পোস্টার ও স্ক্রিনিং হয়।
টেলিভিশনের পর্দায় নতুন অভিনেতা-অভিনেত্রী তুলে আনতে বিনোদন জগতে এক নতুন প্রোডাকসন হাউসের দরজা খুলে গেল। আজকের সময় ডিজিটাল প্ল্যাটফর্ম মানবজীবনে এক কার্যকরী ভূমিকা নিয়েছে সেই অস্ত্রকে হাতিয়ার করে এক চেনা পরিচালক সম্রাট মূখার্জী নিজস্ব প্রোডাকসন হাউসের জন্ম দিলেন। ২৬ এপ্রিল নিজস্ব প্রডোকশন হাউসের ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরী ৭টি ছোট ছবির মাধ্যমে এই প্রোডাকসন হাউসের পথ চলা শুরু করলেন। সম্রাট জানান অভিনয় জগতে নবাগত পরিচালক ও অভিনয়ের সাথে জড়িত দের জায়গা করে দিতে একটি ইউ টিউবের মাধ্যমে ছোট ছবি প্রচার করা হবে। এই অনুষ্ঠানে রুদ্রনীল ঘোষ ও টেলি দুনিয়ার বহু কলা কুশলী ব্যাক্তিরা উপস্হিত ছিলেন। এই ৭টি ছবির পোস্টার ও স্ক্রিনিং হয়।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment