স্টার্ট ফিডের স্টার্ট আপ সুযোগ
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে শিল্প বিনিয়োগ ও শিল্প সম্মেলনের মাধ্যমে এক প্রয়াস এগিয়ে বাংলা। সেই উদ্দ্যেশ্যকে লক্ষ্য করে স্টার্ট ফিড সুযোগ নিয়ে এল উদ্যোগপতিদের জন্য স্বচ্ছ প্ল্যানিং।২৫ এপ্রিল বেঙ্গল চেম্বার অফ কমার্স ও স্টার্ট ফিডের যৌথ উদ্যোগে বেঙ্গল চেম্বারে এক বানিজিক বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল চেম্বারের ডিরেক্টর শুভদ্বীপ ঘোষ,স্টার্ট ফিডের ফাউন্ডার কল্লোল দত্ত,অ্যাডভাইসর আস্হা গ্রোভার, কনসলট্যান্ট সুমন মুখোপাধ্যায়,আইটিএস ডিরেক্টর রবীন্দ্র প্রসাদ,এমএসএমই প্রিন্সিপাল সেক্রেটারি এল এন গুপ্তা। মিঃ দত্ত জানান আমরা এখনও পর্যন্ত ওড়িশা,বিহার,ঝাঢ়খন্ডে এই স্টার্ট আপ কাজ শুরু হয়ে গেছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে শিল্প বিনিয়োগ ও শিল্প সম্মেলনের মাধ্যমে এক প্রয়াস এগিয়ে বাংলা। সেই উদ্দ্যেশ্যকে লক্ষ্য করে স্টার্ট ফিড সুযোগ নিয়ে এল উদ্যোগপতিদের জন্য স্বচ্ছ প্ল্যানিং।২৫ এপ্রিল বেঙ্গল চেম্বার অফ কমার্স ও স্টার্ট ফিডের যৌথ উদ্যোগে বেঙ্গল চেম্বারে এক বানিজিক বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল চেম্বারের ডিরেক্টর শুভদ্বীপ ঘোষ,স্টার্ট ফিডের ফাউন্ডার কল্লোল দত্ত,অ্যাডভাইসর আস্হা গ্রোভার, কনসলট্যান্ট সুমন মুখোপাধ্যায়,আইটিএস ডিরেক্টর রবীন্দ্র প্রসাদ,এমএসএমই প্রিন্সিপাল সেক্রেটারি এল এন গুপ্তা। মিঃ দত্ত জানান আমরা এখনও পর্যন্ত ওড়িশা,বিহার,ঝাঢ়খন্ডে এই স্টার্ট আপ কাজ শুরু হয়ে গেছে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment