নতুন চমকে দশম আইপিএল
২২ গজের পিচে ভারতীয় ক্রিকেটে এক নব আলোরন এনেছিল আইপিএল। ২০০৭ সালে এই নতুন ক্রিকেট পদ্ধতির সূচনা এরপর ৯টি বছর পেরিয়ে ২০১৭ সালে ৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে দশম বর্ষে। আইপিএল এখন এতটা জনপ্রিয়তা লাভ করেছে ইপিএলের দেশে এই খেলা বেশ পরিচিতি পেয়ছে। এতদিন আইপিএলে ১টি উদ্বোধনী অনুষ্ঠান হত,এই বছর নবতম সংযোজন ৮টি ভেনুতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা জানান যে ভেনুতে প্রথম ম্যাচ হবে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। প্রত্যেক অনুষ্ঠানে সেই রাজ্যের নিজ শিল্প ভাবনার উপর অনুষ্ঠিত হবে। শহরের ক্রিকেট প্রেমীরা যাতে বঞ্চিত না হয় তাই বলিউডের আকর্ষনীয় চেনা মুখের পারফম্যা
২২ গজের পিচে ভারতীয় ক্রিকেটে এক নব আলোরন এনেছিল আইপিএল। ২০০৭ সালে এই নতুন ক্রিকেট পদ্ধতির সূচনা এরপর ৯টি বছর পেরিয়ে ২০১৭ সালে ৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে দশম বর্ষে। আইপিএল এখন এতটা জনপ্রিয়তা লাভ করেছে ইপিএলের দেশে এই খেলা বেশ পরিচিতি পেয়ছে। এতদিন আইপিএলে ১টি উদ্বোধনী অনুষ্ঠান হত,এই বছর নবতম সংযোজন ৮টি ভেনুতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা জানান যে ভেনুতে প্রথম ম্যাচ হবে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। প্রত্যেক অনুষ্ঠানে সেই রাজ্যের নিজ শিল্প ভাবনার উপর অনুষ্ঠিত হবে। শহরের ক্রিকেট প্রেমীরা যাতে বঞ্চিত না হয় তাই বলিউডের আকর্ষনীয় চেনা মুখের পারফম্যা
ন্স। আগের নটি বছরের গড়াপেটার কালি মুছে নতুন মোড়কে শুরু হতে চলেছে এই বছরের আইপিএল।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment