রোড টু স্পেনের উদ্দ্যেশে তিন ফুটবলার
আইএসএলের প্রচেষ্টায় মৃতপ্রায় ভারতীয় ফুটবলের ঘুম ভেঙ্গুছে। বিদশী তারকা ফুটবলার সান্নিধ্যে এসে বদলেছ কলকাতা ফুটবলাররা। সেই লক্ষ্যে রাজডাঙ্গা ক্লাব সম্বন্বয় ও ফুটবল নেক্স্ট ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতার তিন ফুটবলার পাড়ি দিচ্ছে স্পেনে। ২৫ এপ্রিল সন্ধ্যায় উদ্যোক্তাদের পক্ষ থেকে কলচাতার এই তিন ক্ষুদে ফুটবলারদের বেছে নেওয়া হল। যারা পাড়ি দেবে স্পেনে এবং প্রশিক্ষন পাবে লা লিগায়। মহামেডান মাঠে ৬০০ জনের মধ্যে ৩জন তরুন ফুটবলারকে বেছে নেওয়া হল।এই তাণনজন হল ব্রেণ্ডন মারি, আব্দুল আজিজ,সুরজিৎ রায়। এই অনুষ্ঠানে উপস্সিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত,শ্যামলঘোষ,কোচ মাইক এবং রাজনৈতিক ব্যাক্ত সুব্রত বক্স ও দেবাশিষ কুমার।
আইএসএলের প্রচেষ্টায় মৃতপ্রায় ভারতীয় ফুটবলের ঘুম ভেঙ্গুছে। বিদশী তারকা ফুটবলার সান্নিধ্যে এসে বদলেছ কলকাতা ফুটবলাররা। সেই লক্ষ্যে রাজডাঙ্গা ক্লাব সম্বন্বয় ও ফুটবল নেক্স্ট ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতার তিন ফুটবলার পাড়ি দিচ্ছে স্পেনে। ২৫ এপ্রিল সন্ধ্যায় উদ্যোক্তাদের পক্ষ থেকে কলচাতার এই তিন ক্ষুদে ফুটবলারদের বেছে নেওয়া হল। যারা পাড়ি দেবে স্পেনে এবং প্রশিক্ষন পাবে লা লিগায়। মহামেডান মাঠে ৬০০ জনের মধ্যে ৩জন তরুন ফুটবলারকে বেছে নেওয়া হল।এই তাণনজন হল ব্রেণ্ডন মারি, আব্দুল আজিজ,সুরজিৎ রায়। এই অনুষ্ঠানে উপস্সিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত,শ্যামলঘোষ,কোচ মাইক এবং রাজনৈতিক ব্যাক্ত সুব্রত বক্স ও দেবাশিষ কুমার।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment