ডিজিটাল ইন্ডিয়ায় ই-স্কুল
স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের জন্য বর্তমান সময়ে ডিজিটাল দুনিয়ায় সরকারের স্বয়ম প্রকল্পের মাধ্যমে পড়াশুনা পদ্ধতিতে অনলাইন চালু হতে চলেছে।জেআইএস কলেজ ও ব্রিটিশ কাউন্সিল ও এআইসিটিই যৌথ উদ্যোগে চালু করতে চলেছে ই-লার্নিং স্কুল।২মে জেআইএস কলেজে দেশের প্রায় ৫০টি কলেজের শিক্ষককে এই ই-লার্নিং পদ্ধতি শেখানোর জন্য একটি প্রশিক্ষন ব্যবস্হা করা হয়। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,এআইসিটিই চেয়ারম্যান অনিল সহশ্রবুদ্ধ,জেআইএস ম্যানেজিং ডিরেক্টর তরনজিৎ সিং ও ভাইস প্রেসিডেন্ট শিলা সিং ঘোষ।
স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের জন্য বর্তমান সময়ে ডিজিটাল দুনিয়ায় সরকারের স্বয়ম প্রকল্পের মাধ্যমে পড়াশুনা পদ্ধতিতে অনলাইন চালু হতে চলেছে।জেআইএস কলেজ ও ব্রিটিশ কাউন্সিল ও এআইসিটিই যৌথ উদ্যোগে চালু করতে চলেছে ই-লার্নিং স্কুল।২মে জেআইএস কলেজে দেশের প্রায় ৫০টি কলেজের শিক্ষককে এই ই-লার্নিং পদ্ধতি শেখানোর জন্য একটি প্রশিক্ষন ব্যবস্হা করা হয়। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়,এআইসিটিই চেয়ারম্যান অনিল সহশ্রবুদ্ধ,জেআইএস ম্যানেজিং ডিরেক্টর তরনজিৎ সিং ও ভাইস প্রেসিডেন্ট শিলা সিং ঘোষ।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment