|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

"Yeh Dil Hai Bekarar" By Benny Dayal


গত ৩০ শে জুন প্রেস ক্লাবে সৌম্যজিৎ আদকের পরিচালিত মিউজিক ভিডিও "Yeh Dil Hai Bekarar" প্রকাশিত করা হয়। এই ভিডিও টি তে অভিনয় করেছেন চিত্রতারকা দর্শনা বনিক ও অভিনেতা নীল ভট্টাচার্য। "Yeh Dil Hai Bekarar" এর স্রষ্টা বেনি দয়াল এর প্রথম বাংলা ভিডিও তাই খুব আবেগ নিয়েই আমাদের প্রতিবেদক কে জানালেন তার মনের কথা" আমি খুব ই আনন্দিত যে এই রকম একটা ভিডিও বাঙলা ভাসায় প্রকাশ করতে পেরে,এটা সব মানুষের হৃদয় ছুয়ে যাবে,সুর,তাল ছন্দ সবার মনে বসে থাকবে বলে আশা রাখি। আমি যেমন গান টি গেয়ে আনন্দ পেয়েছি তেমন ই আশা রাখি দর্শক রাও এই গান টি শুনে তেমন ই আনন্দে ভেসে যাবে। এর জন্য পুরো টিম টাকেই ধন্যবাদ জানাই।""এই গান টির মিউসিক কম্পোজ করেছেন মহুল চক্রবর্তী এবং লিখেছেন আমবলি চক্রবর্তী।



প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে

93726