আমি আমার শহর কোলকাতা কে ভালোবাসি....এই কথাটা এই ভিডিও টা দেখলে মনে হয় । ভেতর থেকে খুশির একটা ঝলক খেলে ওঠে। Self Embossed বলে একটি ক্রিযেটিভ এজেন্সী Pharrell Willams tracks "Happy"এ তৈরী এই নতুন ধরনের ভিডিও সমস্ত কোলকাতাবাসী কে উপহার দিল ।এই ভিডিও টির মাধ্যমে কোলকাতাও অন্য সব শহরের সংঙ্গে একটা মেলবন্ধন হলো।


"এটা খুবই মজাদার ব্যাপার ছিল ঘোড়ার গাড়ীর পাশে রাস্তার মাঝখানে আমাকে নাচতে হয়েছিল এবং ঘোড়াগুলো ভয়পেয়ে ওই একি জায়গার মধ্যে পা ছুড়ছিল।কিন্তু এটে আমার বেশ মজাই লাগছিল।"- Amit Hathiramani (Bambi) UnderGround
আমি ভোপালের ছেলে কিন্তু কোলকাতা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাই আমার এই শহর কোলকাতা কে খুব ভালোলাগে। রবিন্দ্র সরোবর ফুটবল মাঠে নাচার এই অভিঞ্জতা ভোলবার নয়। - Akbar Hasan (Pilot)
আমি প্রথমে লেকের ব্রীজে নাচতে হবে শুনে কেমন জানো লাগছিল কিন্তু যখনই আমি গানটা কানে ভেসে এলো আমার মন প্রান থেকেই নাচ তা শুরু হযে গেল...শুধুমাত্র আমার প্রান কোলকাতার জন্য। - Megha Dasgupta ( Signapur Airlines, Ground Staff)
আমরা Loreto College সামনে এই ভিডিও টার শুটিং করেছি...এটা আমার প্রথম ভিডিও আমি খুব excited. আমি এই Happy videos টা Chennai, Delhi, Bangalore and Bombay নিয়ে দেখেছি...- DJ Ritzzze
No comments:
Post a Comment