|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

"Natyotsob"

৩০ শে মে,২০১৪, শুক্রবার,সন্ধ্যা ৫;৩০:

ঘটিকায় ভবানীপুর আনন্দমের প্রযোজনায় তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল নাট্যোৎসব,অংশগ্র্হনে 'ভবানীপুর আনন্দম' 'বালিগঞ্জ পাঞ্চজন্য' এবং 'বাগুইহাটি নাট্যদর্পন' ঐ দিন প্রদীপ জ্বালিয়ে অনুস্ঠানের সূচনা করেন নাটকওয়ালার শ্যামল চক্রবর্ত্তী। হট্টমেলের গুরুদাস বন্দোপাধ্যায়।  
  
                           

             অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিখ্যাত শ্রুতিশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম  উপন্যাস 'যোগাযোগ'-কে নাট্যরুপ দিয়ে মঞ্চস্থিত করেন আনন্দম গোস্ঠী ,নাট্যরুপ ও নির্দেশনায় ছিলেন নাট্যকার জয়া চৌধুরী

                  

         এরপর বালিগঞ্জ পাঞ্চজন্যের প্রযোজনায় নিবেদিত হয় বুদ্ধদেব বসুর 'প্রথম পার্থ',নির্দেশনায় ছিলেন শুভজিৎ মুখোপাধ্যায়

                            

এবং সবশেষে বাগুই্‌হাটি নাট্যদর্পনের তরফ থেকে 'মূর্তিমান' নাটকটি মঞ্চস্থিত হয়,নির্দেশনায় ছিলেন অংশুমান সেন। সমস্ত অনুস্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা: কাকলি ভট্টাচার্য।সমস্ত কলাকুশলী এবং সদস্যবৃন্দদের সহযোগিতায় অনুষ্ঠানটি দর্শকদের কাছে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে