দেবশ্রী ফ্যাশন দুনিয়ায পরিচিত এক অনবদ্য নাম যা এক দশক ধরে সারা বিশ্ব কে মাতিয়ে রেখেছে নতুন ধরনের বস্ত সম্ভার পরিবেশন করে। সম্প্রতি কোলকাতার একটি শপিং মলে দশবছর উদ্যাপন হয়ে গেল। " খুসবু" এবং "ভাবনা" এই দুটো ব্যান্ডের পোষাকের সম্ভার নিয়েই দশ বছরের এই লম্বা পথ পেরিয়ে আসল দেবশ্রী দি।" খুসবু" পরিচিত লা্ভ করেছে ফেস্টিভ ড্রেস ও পার্টি ড্রেস হিসাবে "ভাবনা" নিত্যদিনের ব্যাবহারিক ড্রেস হিসাবে সারা বিশ্বে।
বোধদয় সকল সফলতার গভিরেই লুকিয়ে আছে এইরকম কিছু কাহিনি- দেবশ্রী দি স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন যে প্রথমে শুরু করেছিলেন কেয়াতলার কাছে একটি গ্যারেজের জায়গায় ডিজাইনার বুটিক খুলেছিলেন। সেখানে কিছু রয়েল কাস্টোমার ও উনি করে ফেলেছিলেন ওনার সুন্দর ডিজাইনের সুবাধে। তারপর হিন্দুস্থান পার্ক কিছু বছরের মধ্যেই নিজস্ব হাউস করে নেন।ওনার সংঙ্গে কথা বলতে বলতে আরো জানা গেলো যে উনি সর্ব সাধারনের জন্যই ডিজাইন করেন তাই সবাই ওনার ডিজাইন এতো মনের কাছে আপন করে নিয়েছেন।

" যারা আমাকে এতো ভালোবাসা দিয়ে আমার ডিজাইন কে কাছে টেনে নিয়েছে আমি তাদের জন্য প্রত্যেক ঋতুতেই নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করে যা্চ্ছি। আমার ব্যান্ড গুলো সবসময় ই বাজেটের মধ্যেই এবং আমার রয়েল কাস্টোমার রা সবসময় আমার পাশে বছরের পর বছর থেকে আমাকে সবসময় সাপোর্ট ও এগিয়ে যেতে সহযোগিতা করে চলেছে।"
" ফ্রেবিক, তাঁত ও বয়নের কাজ আমার গর্বের কালেকশন । আমি কাপড়ের উপর তুলো, সিল্ক দিয়ে হাতের কাজ করে ফ্রান্সী লুকিং এর পোষাক তৈরি করি যেটা কাপড়ের উপর খুব সুন্দর একটা ডিজাইনের জন্ম নেয়।"
উনি আরো ও বললেন যে " ভারতে প্রায় ৩০ টি মিলের সংঙ্গে ওনার ট্রাই - আপ আছে যারা ওনাকে নিয়মিত তাদের সবচেয়ে ভালো গুনগত মানের কাঁচামাল সরবরাহ করেন। সেই জন্যই ওনার কাজের মাত্রা অন্যদের থেকে আলাদা এবং সারা দেশে এতো প্রচার লাভ করেছে।
দেবশ্রী দি আরো বললেন যে " আমি সবসময় সাধারন মানুষের কথা মাথায় রেখে পোষাকের ডিজাইনের মধ্যে নতুনত্ব আনি। এর মধ্যেই আমার ফেস্টিভালের পোষাক রেডি হয়ে গেছে। আমি সবার জন্য দেবশ্রি নামের এক আলাদা ডিজাইনের আইডিয়া সবার মনের মধ্যে গেঁথে দিতে চাই যেটা শুধু প্রচুর প্রোডাক্টশন করলেই হয় না বা কোনো ফ্যানচিসি মুডে বিজনেন করলেই হবে না। আমার কাজগুলো সবার থেকে আলাদা এবং কোনোটাই পুনরায় ব্যবহার করা হয় না, প্রতিনিয়ত নতুন নতুন চিন্তাধারনা নিয়ে আমার কাস্টোমার দের চাহিদা পুরণ করে যাচ্ছি। আমার ক্লায়েটরা তাঁদের বন্ধুবান্ধব ও ফ্যামিলির পোশাকের প্রযোজনে সবাই আমার পোশাকের সম্ভার থেকে সংগ্রহ করে থাকেন।
দেবশ্রী লেবেল ১০শ তম বছরে পদাপন করলো এই বছরের আগষ্টে মাসে. টলিউডের বহু বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। এদের মধ্যৈ উল্লেখযোগ্য টলিউড কুইন রিতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জী, জয়, অনিক এবং আরো অনেকেই উপস্হিত ছিলেন।
No comments:
Post a Comment