|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Pehchan is Back with its 15th Edition

কলকাতায় আইস স্কেটিং রিং এ কলকাতা ফ্যাশন ফেয়ার ফ্যাশন স্টাইলের এক অসমান্য প্রদর্শনির আযোজন করেছিল ২২ শে আগষ্ট। সময়ের কালবর্তে হারিয়ে না গিয়ে Kolkata Fashion Fair (KFF) - Pehchan তার চিররীতি বজায় রেখে আবার নতুন ধরনের পোষাকের সম্ভার নিয়ে হাজির হলো। এই প্রদর্শনী উদ্ধোধনে ছিলেন বলিউড অভিনেত্রী Ms Tia Bajpai and Bollywood Actors Mr. Furquan Merchant এবং Vipin Sharma সংঙ্গে Debasish Chatterjee.







কোলকাতা সাক্ষি হয়ে থাকল এক অনবদ্য শিল্প প্রদর্শনীর যেখানে উপস্থিত হয়েছিল সমস্ত ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ অংশগ্রহন করেছিলেন তাদের পসরা নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাগলপুরের শাড়ি, শান্তিনিকেতনের তাঁতিদের তৈরি শাড়ি এছাড়াও সুন্দর সুন্দর গয়নার সম্ভার।

অভিনেত্রী টিয়া বাজপেয়ী তো বলেই বসলেন এখানে এতো সুন্দর করে এরা সাজিয়েছে আর এক ছাতের তলায় এতো কিছু পাওয়া যাচ্ছে আমি তো এখানেই সারাদিন শপিং করে কাটিয়ে দেবো।

এই অনুষ্ঠানের মুখপাত্র দেবাশিষ কুমারের কাছে জানা গেলো যে ওনারা প্রতিবছর এইরকম ফ্যাশন ফেস্টিভালের আয়োজন করেন । এই রকম ফেস্টিভালেন ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তাদের ডিজাইনগুলো এখানে শো-কেস করবার জন্য নিয়ে হাজির হন এবং রোজ প্রায় ১৫,০০০ মানুষ এখানে তাদের পছন্দের জিনিস খুঁজতে চলে আসেন। অনেক নতুন ধরনের পোষাক এবং গয়নার ডিজাইন ও নানা রকম আনকোরা জিনিস ও খুঁজে পাওয়া যায়।




No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে