আমার কোলকাতা তোমায় আমি ভালোবাসি....এই কথাটা কোলকাতার মানুষ বারে বারে প্রমান করে দিয়েছে। সবেতেই কোলকাতা মানবিকতার খাতিরে কতো এগিয়ে আরেক বার সেটা প্রমান করতে চলেছে। গ্লিটার ই্ভেন্ট ও নাগিট এন্টারমেন্টের সহযোগিতার হাত ধরে কোলকাতায় হতে চলেছে বিরাট ডান্ডিয়া উৎসব ২০১৪।
এবারে কোলকাতার বিভিন্ন বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধি বাচ্চাদের কে বিশেষ ভাবে উৎসবে হাজির করে তাদের এই উৎসবের শরিক করতে চলেছে এই ডান্ডিয়া উৎসব ২০১৪। এতে উপস্হিত থেকে উৎসব কে সাফল্যমন্ডিত করার জন্য বলিউড থেকে আসছেন অভিনেতা গোবিন্দা, হিমান্স কোহলি এবং অভিনেত্রী অম্রিতা রাও।
টিকিটের মুল্য ৫০০ টাকা করে প্রতিদিন। ৩ দিন ধরে বিকাল ৪ টা থেকে রাত্রী ১২ টা পর্যন্ত্য এই উৎসব চলবে । প্রথমদিন প্রবেশ আমন্ত্রনমুলক। বৃদ্ধা ও প্রতিবন্ধি শিশুদের জন্য কোনো প্রবেশমুল্য নেই। সিজন টিকিট নিলে ৮০০ টাকায় তিন দিন সর্ব জনসাধারন প্রবেশ করতে পারবেন।
২য় দিন শিশুদের ফ্যাসন শো ( ২ - ১২ বছরের শিশুদের জন্য) এবং গেম শো অন্যতম আকর্ষন হিসাবে থাকছে।
৩য় দিন ডান্ডিয়ার অন্যতম বিরাট শো তাতে ট্রাডিশানাল এবং ডিস্কো থিমের মেলবন্ধন হবে।
কোলকাতা যে নামে নয় কাজে তিলোতমা সবার শ্রেষ্ট্য আসন লবে তা এই উৎসবের মরসুমে দেখিয়ে দিল। দিল সে ডান্ডিয়া উৎসব ২০১৪ একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে।
এই উৎসবে আবাল বৃদ্ধবণিতা ও সমস্ত প্রতিবন্ধি শিশুরা এখানে উপস্হিত হয়ে একসংঙ্গে উৎসবে সামিল হবে।
No comments:
Post a Comment