|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Pre-Puja & Pre Diwali Collection 2014

লোপামুদ্রা মন্ডল ডিজাইন জগতে অতি পরিচত নাম । গত ২৯- ৩০ শে আগষ্ট ডিজাইনার লোপামুদ্রা মন্ডল  দ্বারা পরিচালিত এক সুন্দর প্রদর্শনির হয়ে গেল পার্ক হোটেল এ।  " Make A Wish Foundation" চ্যারিটির অর্থ সাহায্যে দুর্গা পুজোর ঠিক আগে আগেই হয়ে গেল এই প্রদর্শনি। এখানে আগতরা সবাই ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে তাদের ডিজাইনের ডালি নিয়ে উপস্হিত হয়েছিলেন পুজোর আগে সবাইকে নতুন কিছু উপহার দেবেন এবং নিজেদের শিল্পকলা কোলকাতার মানুষদের কাছে তুলে ধরবেন বলে।

এদের মধ্যে কিছু জনের তো নাম না বললে চলে না যেমন   Rhyea দিল্লীর ADOR, Debarun, Sharmis, Fooba মুম্বাই থেকে,ফেলুর এর ডিজাইন Riddhima Chawla, ফুলিয়ার তাঁতের শাড়ি, স্টুডিও আই - লোপামুদ্রা মন্ডল সাহার এবং আরো অনেকের ডিজাইন চোখে পড়ার মতো।




এই প্রদর্শনির কর্মকতা লোপামুদ্রা দিদি একটি নতুন বুটিক সৃজনির কথা প্রসঙ্গে বললেন এখানে আমি সব নতুন ও পি পুজা ও আগত দিয়ালির কথা ভেবে সব বেছে বেছে বিভিন্ন প্রদেশ থেকে খুঁজে খুঁজে সর্বশ্রেষ্ঠ জিনিসের ফ্রেস কালেকশন নিয়ে পুজোর আগে উৎসবের আমেজ সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছি।







 

                                                                    প্রদর্শনি শুরু হতে না হতেই বহু মানুষের ভিড়ে জমজমাট একেবারে তার মধ্যে বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের আনাগোনা প্রদর্শনি কে এক অন্য মাত্রা জুড়ে দিয়েছিল। এর মধ্যেই সিনেমা জগতের তারকারাও উপস্হিত ছিলেন এই কেনাকাটা করার জন্য। রিতুপর্না সেনগুপ্ত এবং পল্লবী চ্যাটার্জী এসেছিলেন তাদের নিত্য প্রয়োজনিয় জিনিস কেনাকাটা করতে ও নতুন জিনিসের রস আস্বাদন করতে। কোলকাতার মানুষ পুজোর আগে এই রকম একটা সুযোগ পেয়ে কেনাকাটি করতে সময় নষ্ট করেনি কারুন একজায়গায় সব মনের পছন্দের জিনিস আর সাধ্যের মধ্যেই যে।

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে