|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

IPLA FASHION SHOW 2015


         কোলকাতার একটি পাঁচতারা হোটেলে আযোজিত হলো শহরের সবথেকে বড় লেদার পন্যের ফ্যাশন শো আযোজক ইন্ডিয়ান লেদার প্রোডাক্ট এ্যাসোশিয়েসন। 


         এই ফ্যাশন শো তে ন্যাশানাল লেবেলের মডেলরা Ayesha,Madhura,Titli,lulia,Akins,Dilyana,klaudia,Kristina এবং Runa Laha উল্লেখযোগ্য। নামিদামি চিত্রতারকা ও বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে Gargi RoyChoudhury, Zenia, Anindita,Moubani,Elena Kazan, অর্জুন এবং lopamandal Saha শো স্টপার হয়ে মডেল ও ডিজাইনদের সংঙ্গে র‍্যাম্পে হাটেন লেদারের প্রোডাক্ট নিয়ে। 


 মডেলরা সকলেই খুব নজর কেড়ে নিয়েছিলেন অতনু ঘোষের আউটফিট ডিজাইনের পোষাক পড়ে। নামি ব্র্যান্ড Rene,Indstyle,Hunt, Sri Exports প্রভৃতি কোম্পানির প্রোডাক্টের মধ্যে লেডিজ ব্যাগ, হাতব্যাগ, ছেলেদের ব্যাগ,ব্রিফকেস, ইত্যাদি দ্রব্য নিয়ে নামি মডেলরা এবং চলচিত্র অভিনেত্রীরা র‍্যাম্পে হাটেন ও সুন্দর ভাবে প্রদর্শন করেন।



IPLA তার ২৭ বছরের ইতিহাসে ইস্টান জোন এ সবচেয়ে বড় লেদার প্রোডাক্ট এর ফ্যাশন শো করে দেখিয়ে দিল যে বাঙ্গলায় লেদার প্রোডাক্ট আজ ইন্টারন্যাশানাল মার্কেটে পা ফেলেছে আর ভবিষ্যতে আরোও বড়োভাবে এর ধারা বজায় রাখবে বললেন এই ফ্যাশন শোর উদোক্তারা।

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে