|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

Ice Scating Ring এ চৈত্র সেল

Ice Scating Ring এ শুরু হলো  Vinayak সংস্হার ১৬ তম চৈত্র মেলা। এই গরমে একটু শীততাপ নিয়ন্তিত হলে একটু ঘুরে বেড়ালেন আর মনের মতো কেনাকাটার সাধ কার মনের জানলায় উকি মারে, তাহলে আর দেরী না করে চলেই আসুন বালিগঞ্জ এর মর্ডান স্কুলের পাশে ও Quest Mall এর নিকটে Ice Scating Ring এ। এই চৈত্র সেলের শুভ সুচনার উপস্হিত ছিলেন টলিউডের নামকরা অভিনেত্রী Koneenica Bandyopadhyay ও বিখ্যাত পোষাক ডিজাইনার ও সমাজসেবী Lopamudamondal Saha. প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ফিতে কেটে এই বিশাল চৈত্র সেলের শুভারম্ব হলো। দক্ষিন ভারতীয় থেকে শুরু করে বাঙলাদেশী ঢাকাই এর খুব ভালো কালেকশন দেখতে পাওয়া গেলো, দাম সাধ্যের মধ্যেই ১৮০০ টাকার শাড়ী মাত্র ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাবে অসাধারন দেখতে ডিজাইনার ব্লাউজ, আনারকলি সালোযার, মোদি স্যুট মাত্র ৭৫০ টাকায়। মেয়েদের কুর্তী,টপ, সিলভারের গহনার ঊপর সোনার প্লেটিং দেওয়া জুয়েলারি, নানারকম ডিজাইন প্রিন্টেট বেডশিট, ছোটদের নানারকম ঘর সাজাবার জিনিস, খেলার সামগ্রী প্রভৃতি। এখানে বিশেষ উল্লেখযোগ্য জিনিস দেখা গেল যে নতুন জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এই প্রদর্শনি এবং চৈত্র সেলে শুধু শাড়ী নয় নানারকম সিলভারের জুয়েলারি, কুন্দন, ঝুমকা, এবং ফ্যাশন জুয়েলারি, লেডিস ব্যাগ, পায়ের হাওযাই চপ্পল ( ফ্যান্সী), এবং ছেলেদের মানিব্যাগ ও খুব কম দামে বিক্রী হচ্ছে। শুরুর প্রথমদিনেই ভালোই ভিড় স্টলগুলোতে চোখে পড়ার মতো।

এই প্রসঙ্গে Mr. Mohani Agarwal আমাদের প্রতিবেদক কে বললেন যে " আমরা গত ১৫ বছর ধরে এই সংস্কৃতি টিকিয়ে চৈত্র সেলের বাজার দিচ্ছি, কলকাতার বহু মানুষ প্রতিবছর আমাদের এই চৈত্র সেলে প্রচুর কমদামে একই ছাদের নিচে নতুন নতুন মনোহারি দ্রব্য এবং পোষাকের বিপুল সমাহারে হাজির হন এবং আমাদের প্রচেষ্ঠা কে সাফল্যমন্ডিত করে তোলেন।

এই চৈত্র সেল  চলবে ৩১ মার্চ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত্য । এই চৈত্র সেল সর্ব সাধারনের জন্য সকাল ১০ টা থেকে সন্ধে ৮ টা পর্যন্ত্য খোলা থাকবে।

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে

93743