|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Celebrating 100 years of Bangla Cinema with a new apporach

কোলকাতা শহর সবসময়ই নতুন কিছু উপহার দেয়। ৯ই জানুয়ারি এই শহরের Park hotel এ অনুষ্ঠিত হয়ে গেল নতুন বছরের সেরা অনুষ্ঠান ও FFACE  এর ক্যালেন্ডার প্রকাশ।




 বাংলা সিনেমার ১০০ বছরের ইতিহাসকে তো অনেকেই অনেকভাবে স্মরনিয় করে রাখতে চান, কিন্তু নীল রায় পরিচালিত সংস্হা FFACE এক নতুন ভাবে সিনেমার জগতের কিংবদন্তী নায়িকা সুপ্রিয়া দেবী, সাবী্ত্রি চ্যাটার্জী, পরিচালক তরুন মজুমদার, সিনেমা ফটোগ্রাফার সৌমেন্দ্র রায়, শক্তি ব্যানা্র্জী এবং আরতি ব্যাণার্জী দের নতুনভাবে সন্মানিত করলেন। তাঁদের অভিনিত সিনেমাগুলোর কিছু অংশ অনুষ্ঠানে দেখানোতে সমস্ত বিনোদন জগতে আবার নতুন করে স্মৃতি গুলো নাড়া দিয়ে গেল।


           এই অনুষ্ঠানে ১২ জন একদম নতুন মডেল Sneha Mitra, Popi Bera, Tushar Sen, Gourab Mondal, Susmita Pal, Piyali Saha, Mayuri Dey, Lydia Watlers, Arsha Dey, Jass Sarkar, Shryeasree Ghosh, Subhashree kar এদের কে প্রমোশন করা হলো ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে।


নতুন দুজন পোশাক ডিজাইনার Sohini Basu এবং Ankita Chowdhury  কে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে  দিয়ে । 


পোশাক ডিজাইনার Sohini Basu এবং Ankita Chowdhuryর তৈরি ইন্ডো - ওয়েস্টান আউটফিট এবং রেক্টো আউটফিটের পোশাক পড়ে ওই ১২ জন নতুন মডেল রা র‍্যাম্প শো তে হাটলেন।

Max Fashion ফ্যাশন পাটনার তাদের পোশাক প্রথম রাউন্ডে পরিবেশন করে এবং মডেল দের  গিফ্ট ভাওচার তুলে দেয়।

 Candid Communication  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ।  
FFACE তাদের থিম সংঙ্গীত প্রকাশ করে । এই থিম সংঙ্গীত পরিবেশন করলেন Aritro Banerjee এবং  লিখেছেন 
Piyas Das এবংAritro Banerjee.



প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে