সপ্তর্ষী সিংহ কলকাতাঃ
১৮ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে Calcutta International Cult Film Festival কিছু সিলেকটিভ ছবি প্রদর্শন হল। বিখ্যাত ডিরেক্টর রাজা মূখার্জীর নির্দেশনায় এই ফিল্ম ফ্যাস্টিভ্যাল প্রদর্শিত হয়। কলকাতা কাল্ট ফেস্টিভ্যালে ফিল্ম প্রদর্শন কালে এক সাংবাদিক বৈঠকে এই ফ্রেস্টিভ্যালের চেয়ারম্যান শৌলিক ভৌমিক জানান ""এই ফেস্টিভ্যাল একটি প্ল্যাটফর্ম যেখানে সমস্ত ডিস্টিবিউটর রা যেমন সিনেমার সত্ব কেনবার জন্য আসবে তেমনি প্রডিউসার রা তাদের ছবি বিক্রি করার জন্য একসংঙ্গে মিলিত হবে। ইতিমধ্যেই তিন টি বড় কানাডিয়ান এবং অস্টিলিয়ান কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে।ইন্ডিয়া থেকে ২ টো ফিল্ম কানাডা এবং অস্টেলিয়ার ফিল্ম ৩টি সিলেকশন হয়েছে। প্রতি মাসে ২০টি ছবির স্ক্রিনিং প্রদর্শিত হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। কানাডা ফিল্ম ফ্যাস্টিভ্যালে এই ছবিটিগুলি প্রদর্শিত হয়ছে এবং সেরার শিরোপা হিসাবে গোল্ডেন ফক্স অ্যাওয়ার্ড পেয়ছে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment