ঋদ্ধি ভট্টাচার্য্য কোলকাতা :- কোলকাতার এক বেসরকারী হোটেলে , রিলিজ হয়ে গেল ফাস্ট রে ফিল্মস প্রযোজিত হিন্দী কাহিনী চিত্র “মোনা ডার্লিং”-এর ট্রেলার ৷
রহস্যজনক এই কাহিনী চিত্রে মোনা-র চরিত্রে অভিনয় করছেন সুজান্না মুখার্জী ৷ রয়েছেন সঞ্জয় সুরী-র মতো অভিনেতাও ৷ এছাড়াও পার্শ্ব চরিত্রে রয়েছেন অংশুমান ঝাঁ ও দিব্যা মেনন ৷
এই দিব্যা মেননকেই আগে দেখা গিয়েছিল “ব্যোমকেশ বক্সী”-তে অভিনয় করতে ৷
মোনা-র নামভূমিকায় অভিনয় করা অভিনেত্রী সুজান্না জানিয়েছেন , “মূলতঃ একটা রহস্যকে ভেদ করার লক্ষ্য নিয়েই ধীরে ধীরে এগিয়ে চলেছে এই কাহিনী চিত্র ৷
পর্দায় দেখা যাবে বর্তমান দিনের যুবতী মেয়ে মোনা-র নিজস্ব সোস্যাল একাউন্ট একসময় হ্যাক হয়ে যায় ৷ এরপর যেই ওই একাউন্টে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠায় বা যোগাযোগ করতে চায় , সেই খুন হতে থাকে ৷
কে এই খুনি , সে কেন খুন করছে , সে কি ধরাছোঁয়ার বাইরে , আর কত খুন করবে সে , তাকে কি আদৌ কোনোদিন ধরা যাবে , এই নিয়েই রুদ্ধশ্বাস এক রহস্য গল্প এই মোনা ডার্লিং ৷ এর পরিণাম জানতে হলে অবশ্যই দেখতে হবে এই কাহিনী চিত্র ৷”
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment