সপ্তর্ষি সিংহ কোলকাতাঃ
১৮ ফেব্রুয়ারি কলকাতায় মার্সেডিজ বেঞ্চ কোম্পানি তাদের চার চাকা গাড়ির নতুনত্ব সম্ভার নিয়ে হাজির হয়ছিল।বিভিন্ন গাড়ি নিয়ে বহু কাস্টমার লাক্সারি টেস্ট ড্রাইভ দিল।
১৮ ফেব্রুয়ারি কলকাতায় মার্সেডিজ বেঞ্চ কোম্পানি তাদের চার চাকা গাড়ির নতুনত্ব সম্ভার নিয়ে হাজির হয়ছিল।বিভিন্ন গাড়ি নিয়ে বহু কাস্টমার লাক্সারি টেস্ট ড্রাইভ দিল।
এছাড়া ছিল দেশের সেলিব্রেটি শেপ রনভীর ব্রার্র তার রান্নার বিভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়ছিল। কোম্পানির সিও ও ম্যানেজিং ডিরেক্টর জানান কলকাতায় প্রথম পর্যায়ে এই লাক্সারি ড্রাইভ হচ্ছে। এরপর ব্যাঙ্গালোর,হায়দ্রাবাদ,চেন্নাই ও কোচিতে এটি হবে। এবং ফ্যশন ডিজাইন কালেকশন নিয়ে ফ্যাশন প্রদর্শনী হয়।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment