|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

CCFC celebrating 225 years

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতাঃ 
দেখতে দেখতে ২২৫ বছরে পদার্পণ করল কলকাতার স্বনামধন্য ক্যালকাটা ক্রিকেট এণ্ড ফুটবল ক্লাব ৷ এই উপলক্ষে বছরভর বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে সি সি এণ্ড এফ সি ৷
সি সি এণ্ড এফ সি-র কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলন করে সংস্থার সভাপতি অরুণ লাল জানান ” সংস্থার এই বিশেষ আনন্দঘন মুহূর্তকে স্মৃতির মণিকোঠায় ভাস্বর করে রাখার জন্য ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজনকে আজ সম্মানিত করতে চলেছে সি সি এণ্ড এফ সি ৷”
তিনি আরো জানান আজ “রাজ্যে ক্রিকেট মোদী জনগণের সংখ্যা কম নয় ৷ কিন্তু অনেকেই জানেননা এই সংস্থার উদ্যোগেই ১৭৯২ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল ক্যালকাটা ক্রিকেট ক্লাব ও জেন্টেলম্যান অব ব্যারাকপুরের মধ্যে ৷
সেই স্মৃতিকে উস্কে দিতেই আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৭ সি সি এণ্ড এফ সি আমন্ত্রণী ও সি এ বি প্রেসিডেন্ট একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷”
সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে ক্রিকেটের পাশাপাশি সি সি এণ্ড এফ সি বর্তমানে রাগবি-র মতো খেলাকেও প্রচারের আলোয় আনার চেষ্টা করছে ৷ মূলতঃ তাদেরই হাত ধরে ভারতে রাগবি খেলার প্রচলন ঘটেছে ৷
এর পাশাপাশি ফুটবল ও হকি খেলাকেও উতসাহ দেয় এই ক্লাব ৷
২২৫ বছরকে উদযাপন করার জন্য ইস্টবেঙ্গল ও অনূর্ধ ১৭ -র ভারতীয় দলের মধ্যে ফুটবলও খেলানো হবে ৷
এর পাশাপাশি হকি খেলাও হবে ৷ হবে রাগবি ও টেনিস প্রতিযোগিতাও ৷

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে