|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

JIS AND RUSSIAN UNIVERSITY JOINTLY ORGANISE DIGITAL REVOLUTION


সপ্তর্ষী সিংহ কোলকাতাঃ বেঙ্গল চেম্বার অফ কমার্স ও জেআই এস গ্রুপের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল একটি মউ সাক্ষর অনুষ্ঠান। রাশিয়ার ৪টি বিশ্ববিদ্যালয়ের  সঙ্গে হাত মিলিয়ে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করতে চলেছে জেআইএস। ভারত ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষ উদযাপন করা এই উদ্যোগের কারন। পশ্চিমবঙ্গকে ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে সামিল হতে সাহায্য করার জন্য এগিয়ে এসছে এই ৪টি শিক্ষা প্রতিষ্ঠান।২৩ ফেব্রুয়ারি  দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অন জেন নেক্সট ইনিশিয়েটিভ ফর ডিজিটাল অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরনজিৎ সিং,ভাইস চ্যান্সেলর বিসি মাল,বেঙ্গল চেম্বার অফ কমার্সের ডিরেক্টর শুভদ্বীপ ঘোষ এবং ফ্রান্সিসকো মারমোলেজো।এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছে মস্কোর রাশিয়ান-ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার।ম্যানেজিং ডিরেক্টর জানান-পশ্চিমবঙ্গকে ডিজিটাল ইন্ডিয়ার পথে প্রযুক্তিগত সহায়তা করবে রাশিয়র এই শিক্ষা প্রতিষ্ঠান। এই উৎকর্ষ কেন্দ্র একটি অনন্য উদ্যোগ। রাশিয়ার ৪টি বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের ১টি বিশ্ববিদ্যালয় হাত মিলিয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার একটি১৬ জনের প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্হিত থাকবেন। এছাড়াও এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্হা থাকবে এই কর্মসূচীতে।


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে