|| এখন খবর (Bengali: বেঙ্গল নিউজ) is the first 24X7 online news daily portal - dedicated to entire Bengali speaking region. ||

প্রিন্ট করুন

Love begins with friendship release at valentineday

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতাঃ  এক মিষ্টি প্রেমের গল্প।দুজন ছেলে – মেয়ের প্রেম কাহিনী।বড়লোক বাবার রাজকন্যা আর গরীর ঘরের রাজপুত্র।প্রেম টা শুরু হয় কলেজের দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুজনের মনের অজান্তে।যেদিন তাদের সাথে দেখা হয় কোনো না কোনো একটা কারনে ভুল বোঝাবোঝি হয় তাদের মধ্যে।এর পরে তা মিটেও যায় মন থেকে বলা মিষ্টি Sorry র মাধ্যমে।এরপর দিনের পর দিন তাদের সম্পর্ক গভীর হতে থাকে।একসময় মেয়েটি তার বাবাকে বলে তার চোখের চিকিৎসার জন্য। তার বাবার সাহায্য নেয়।তার বাবা ছিলো অনেক বড় মাপের চোখের ডাক্তার।তার বাবা চোখের চিকিৎসার জন্য সমস্ত টাকা বহন করে।চিকিৎসার পর তাদের সাথে আবারও দেখা হয় কোনো এক চিঠির মাধ্যমে।কিন্তু এরপর কি হয়েছে এটা জানতে হলে ১৪ই ফেব্রুয়ারীতে মুক্তি পাওয়া সর্ট ফিল্মটি দেখতেই হবে আপনাদের।কেননা আর কোনো ঘটনাও বাকী রয়ে গেছে এই গল্পে।সেটা কি?? জানতে হলে অবশ্যই দেখবেন “ইন্ডিয়া ও বাংলাদেশের Red Window Production এর যৌথ প্রযোজনায় সর্ট ফিল্ম “Love begins with friendship ”

অভিনয়ে নায়ক হিসেবে অনুপম,নায়িকা হিসাবে প্রিয়াংকা।বাবা র ভূমিকায় রাণা মুখার্জি। সহ অভিনেতা ও অভিনেত্রী হিসেবে তানিয়া দত্ত,প্রসুন মজুমদার,আদেশ।ছবিটি ডিরেক্ট করেছে সৌমদেব ঘোষ এবং সহযোগিতায় দেবরাজ ও স্নীগদ্ধাদেব বোস।


প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর

No comments:

Post a Comment

পেজ টি এতবার দেখা হয়েছে