সপ্তর্ষি সিংহ,কোলকাতাঃ
সুটিং শুরু হল বাংলা ছবি বৃত্তের বাইরে
আকাঙ্খা পিকচার প্রযোজিত নারায়ন চ্যাটার্জী পরিচালিত বাংলা ছবি বৃত্তের বাইরে ছবির শুভ মহরৎ হল। বিভিন্ন সম্পর্কের মোড়কে জড়িত এক অন্য ধরনের এই বাংলা ছবি। এই বিতে অভিনয় করেছেন অভিনেতা নাইজেল আক্কারা,সাহেব চট্টোপাধ্যায়,অভিনেত্রী প্রিয়াঙ্কা মালাকার এবং অন্যানরা। এই ছবিতে মিউজিক দিয়েছেন সুমিত রায় এবং গান গেয়ছেন শান,মহালক্ষী আইয়ার,সুনীধি চৌহান,পৃথা মজুমদার। ছবির পরিচালক জানান এক অন্য ধরনের ছবি নিয়ে হাজির হব দর্শকদের সামনে,একটু অপেক্ষা।
আকাঙ্খা পিকচার প্রযোজিত নারায়ন চ্যাটার্জী পরিচালিত বাংলা ছবি বৃত্তের বাইরে ছবির শুভ মহরৎ হল। বিভিন্ন সম্পর্কের মোড়কে জড়িত এক অন্য ধরনের এই বাংলা ছবি। এই বিতে অভিনয় করেছেন অভিনেতা নাইজেল আক্কারা,সাহেব চট্টোপাধ্যায়,অভিনেত্রী প্রিয়াঙ্কা মালাকার এবং অন্যানরা। এই ছবিতে মিউজিক দিয়েছেন সুমিত রায় এবং গান গেয়ছেন শান,মহালক্ষী আইয়ার,সুনীধি চৌহান,পৃথা মজুমদার। ছবির পরিচালক জানান এক অন্য ধরনের ছবি নিয়ে হাজির হব দর্শকদের সামনে,একটু অপেক্ষা।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment