সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
নারী ক্ষমতায়নে রেভুলউশন
নারী সুরক্ষার লক্ষ্যে হাওড়ায় এক নতুন মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্বোধন হল। শুধু শারীরিক শক্তি নয়,মানসিক শক্তি প্রয়োজন এই দুটি শেখানো হবে। ১৮ মার্চ হাওড়ায় টেপোনমিক ও রেভুলিউশন এর কর্নধার অনুরাগ আগরওয়াল এর উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্রের সুচনা হলো। তিনি জানান এই প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের স্বাবলম্বী ও বিপদের মোকাবিলা করতে এই প্রশিক্ষণ দেওয়া হবে।এছাড়াও উপস্হিত ছিলেন মার্শাল আর্ট প্রশিক্ষক নুর মহম্মদ। তিনি বলেন বাংলাকে তুলে ধরতে এই উদ্যোগ।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment