সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
ফুল দোলে বসন্ত উৎসব উদযাপন
দৃষ্টিহীনদের দোল ! হ্যাঁ, এই অসম্ভবও সম্ভব । খোদ এই কলকাতাই সাক্ষী থাকল এরকমই এক দৃষ্টান্তমূলক ঘটনার, আর এই অসম্ভব সুন্দর প্রচেষ্টার কান্ডারী 'শারদীয়া' । আট থেকে আশির মিলনক্ষেত্রের নামই 'শারদীয়া পরিবার' ,নিজেদের কাজের গন্ডি পেরিয়ে যাঁদের ব্রত সারাবছর চির অবহেলিত পথশিশু, দুঃস্থশিশু, অনাথশিশুদের পাশে দাঁড়ানো । দৃষ্টিহীন ভাইবোন আর এই পথশিশুদের কঠিন জীবনযুদ্ধে সমাজে তাদের এগিয়ে দেবার প্রয়াস যারা সারাবছর অবিশ্রান্তভাবে করে চলেছে তারাই এই 'শারদীয়া' । না, কোনো কেমিক্যাল রং নয় হরেকরকম ফুলই ছিল এই দোলের অভিনবত্ব । এদিন 'লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড' স্কুলের দৃষ্টিহীন শিশুদের সাথে ফুল দিয়েই দোল উৎসবে মাতেন শারদীয়া পরিবারের সদস্যরা ।
এটি প্রথম বর্ষ নয়, গত তিনটি বসন্ত ধরে এই দিনটিতে এই দৃষ্টিহীন শিশুগুলির জীবনও রঙিন হয়ে উঠেছে 'শারদীয়া'-র হাত ধরে । এই মনুষ্যকুলে ওদের অন্ধকার জগতে যে কোনো রঙের গুঁড়োই সমার্থক, তা শুধুই বেরঙিন রঙের গুঁড়ো মাত্র । তাই গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে গোটা স্কুল চত্বর জুড়ে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও হরেক রকম ফুলের হোলিতে মাতে এই দৃষ্টিহীন পড়ুয়ারা আর এই আনন্দযজ্ঞে সামিল হয় ৩০০জনেরও বেশি শারদীয়া পরিবারের সদস্যরা । রঙের ডালি নয়, ফুলের ডালি দিয়ে বরিত এই উৎসবের জন্য গোটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে শারদীয়ার সকলে । প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ফুলের জন্যেই দৃষ্টিহীনতাও বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দোলের এই উৎসবের আনন্দ উপভোগ করতে ।
দৃষ্টিহীনদের দোল ! হ্যাঁ, এই অসম্ভবও সম্ভব । খোদ এই কলকাতাই সাক্ষী থাকল এরকমই এক দৃষ্টান্তমূলক ঘটনার, আর এই অসম্ভব সুন্দর প্রচেষ্টার কান্ডারী 'শারদীয়া' । আট থেকে আশির মিলনক্ষেত্রের নামই 'শারদীয়া পরিবার' ,নিজেদের কাজের গন্ডি পেরিয়ে যাঁদের ব্রত সারাবছর চির অবহেলিত পথশিশু, দুঃস্থশিশু, অনাথশিশুদের পাশে দাঁড়ানো । দৃষ্টিহীন ভাইবোন আর এই পথশিশুদের কঠিন জীবনযুদ্ধে সমাজে তাদের এগিয়ে দেবার প্রয়াস যারা সারাবছর অবিশ্রান্তভাবে করে চলেছে তারাই এই 'শারদীয়া' । না, কোনো কেমিক্যাল রং নয় হরেকরকম ফুলই ছিল এই দোলের অভিনবত্ব । এদিন 'লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড' স্কুলের দৃষ্টিহীন শিশুদের সাথে ফুল দিয়েই দোল উৎসবে মাতেন শারদীয়া পরিবারের সদস্যরা ।
এটি প্রথম বর্ষ নয়, গত তিনটি বসন্ত ধরে এই দিনটিতে এই দৃষ্টিহীন শিশুগুলির জীবনও রঙিন হয়ে উঠেছে 'শারদীয়া'-র হাত ধরে । এই মনুষ্যকুলে ওদের অন্ধকার জগতে যে কোনো রঙের গুঁড়োই সমার্থক, তা শুধুই বেরঙিন রঙের গুঁড়ো মাত্র । তাই গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে গোটা স্কুল চত্বর জুড়ে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া আরও হরেক রকম ফুলের হোলিতে মাতে এই দৃষ্টিহীন পড়ুয়ারা আর এই আনন্দযজ্ঞে সামিল হয় ৩০০জনেরও বেশি শারদীয়া পরিবারের সদস্যরা । রঙের ডালি নয়, ফুলের ডালি দিয়ে বরিত এই উৎসবের জন্য গোটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে শারদীয়ার সকলে । প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ফুলের জন্যেই দৃষ্টিহীনতাও বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দোলের এই উৎসবের আনন্দ উপভোগ করতে ।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment