সপ্তর্ষী সিংহ, কোলকাতাঃ
মাইস্টোরির উদ্বোধনে দুই প্রাক্তনী ক্রিকেটার
অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার স্বয়ং মাইকেল ক্লার্ক উপস্হিত কলকাতায়।১৪ মার্চ কলকাতায় মাইকেল ক্লার্ক নিজের আত্মজীবনী নিয়ে লেখা বই মাইস্টোরীর উদ্বোধন করলেন। কিছুদিন আগে কলকাতায় উদ্ধোধন হওয়া ফেনাটিক স্পোর্টস মিউজিয়ামে এই বই প্রকাশ করা হল।প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও শিল্পপতি হর্ষ নেওটিয়া বইটি প্রকাশ করেন এবং বিশ্বকাপ জয়ের মাইকেল ক্লার্ক নিজের জার্সি তুলে ধরেন। কলকাতায় ধারাভাষ্য দেওয়ার ফাকে এই অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয়ে আলোচনা হল,উঠে এল মাঙ্কিগেট এর মত বিতর্কের বিষয়।
অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার স্বয়ং মাইকেল ক্লার্ক উপস্হিত কলকাতায়।১৪ মার্চ কলকাতায় মাইকেল ক্লার্ক নিজের আত্মজীবনী নিয়ে লেখা বই মাইস্টোরীর উদ্বোধন করলেন। কিছুদিন আগে কলকাতায় উদ্ধোধন হওয়া ফেনাটিক স্পোর্টস মিউজিয়ামে এই বই প্রকাশ করা হল।প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও শিল্পপতি হর্ষ নেওটিয়া বইটি প্রকাশ করেন এবং বিশ্বকাপ জয়ের মাইকেল ক্লার্ক নিজের জার্সি তুলে ধরেন। কলকাতায় ধারাভাষ্য দেওয়ার ফাকে এই অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয়ে আলোচনা হল,উঠে এল মাঙ্কিগেট এর মত বিতর্কের বিষয়।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment