সপ্তর্ষী সিংহ,কোলকাতাঃ
এখনো গ্রীষ্ম সেভাবে বাংলায় পা রাখেনি কিন্তু এর মধ্যেই বহু জায়গায় জল কষ্টের অভাব দেখা দিয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রাম বাংলার ঘরে ঘরে বিনামূল্যে জল পৌঁছে দিতে অঙ্গীকার বদ্ধ পশ্চিমবঙ্গ সরকার। ২২ মার্চ বিশ্ব জল দিবসে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের এক সেমিনারে এসে একথা জানান জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি বলেন মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বাংলার ঘরে ঘরে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়র লক্ষ্য নিয়েছে এই সরকার।এছাড়াও তিনি বলেন শুখ্যমন্ত্রীর উদ্যোগে জল ধরো জল ভরো প্রকল্প এক সফল প্রয়াস। আন্তর্জাতিক বিশ্ব জল দিবসে মানুষকে পরিশ্রুত জল পান করার জন্য সচেতন করা হয়। এছাড়াও জলকে অপচয় না করে জল সন্চয় করার জন্য সচেতন করা হয়।এই সেমিনারে উপস্হিত ছিলেন সায়েন্টিস্ট ডঃ স্বচ্ছ মজুমদার,ডিরেক্টর অসীম ভট্টাচার্য,সিইও ও ফাউন্ডার সি এস প্রদীপ কুমার।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment