ঐতিহ্য বজায় রেখেছে ধ্রুপদী নৃত্য
ভারতীয় পুরানের ঐতিহ্য বজায় ধরে রাখতে উদ্যোগী হয়ছে এক তরুন নৃত্যশিল্পী। ছোট্ট থেকে ধ্রুপদী নৃত্যকে ভালবেসে একাত্ম হয়ে বেড়ে ওঠা সাবর্নীর,পাশাপাশি আর্ট কলেজে গ্রাফিক্স নিয়ে স্নাতক। তাই নিজের এই অঙ্কন ও নৃত্য শিল্প ভাবনা কে প্রস্ফুটিত করতে তেরী হয় ব্রহ্ম কলা অ্যাকাডেমী। এই অ্যাকাডেমীর ৫ বর্ষ পূর্তি উদযাপন হবে ২৬ মার্চ। বিভিন্ন সময়ে ভারতীয় সংস্কৃতি শিল্প নিয়ে বহু নৃত্য প্রদর্শিত হয়। সেইরকম কবি জয়দেব এর কাহিনি অবলম্বনে ভানু সিংহের পদাবলী ও গীত গোবিন্দ নৃত্য নাট্য পরিবেশিত হবে। ২২ মার্চ এই অনুষ্ঠানের বিষয় বিস্তৃত জানান অ্যাকাডেমির কর্নধার সাবর্নী এবং উপস্হিত ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার,বাচিকশিল্পী সতিনাথ মূখার্জী,নৃত্যশিল্পী সুজাতা রামালিঙ্গম। ২৬ মার্চ বিখ্যাত নৃত্যশিল্পী নন্দিনী ঘোষাল ও সুজাতা রামালিঙ্গম নৃত্য পরিবেশিত করবেন।
ভারতীয় পুরানের ঐতিহ্য বজায় ধরে রাখতে উদ্যোগী হয়ছে এক তরুন নৃত্যশিল্পী। ছোট্ট থেকে ধ্রুপদী নৃত্যকে ভালবেসে একাত্ম হয়ে বেড়ে ওঠা সাবর্নীর,পাশাপাশি আর্ট কলেজে গ্রাফিক্স নিয়ে স্নাতক। তাই নিজের এই অঙ্কন ও নৃত্য শিল্প ভাবনা কে প্রস্ফুটিত করতে তেরী হয় ব্রহ্ম কলা অ্যাকাডেমী। এই অ্যাকাডেমীর ৫ বর্ষ পূর্তি উদযাপন হবে ২৬ মার্চ। বিভিন্ন সময়ে ভারতীয় সংস্কৃতি শিল্প নিয়ে বহু নৃত্য প্রদর্শিত হয়। সেইরকম কবি জয়দেব এর কাহিনি অবলম্বনে ভানু সিংহের পদাবলী ও গীত গোবিন্দ নৃত্য নাট্য পরিবেশিত হবে। ২২ মার্চ এই অনুষ্ঠানের বিষয় বিস্তৃত জানান অ্যাকাডেমির কর্নধার সাবর্নী এবং উপস্হিত ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার,বাচিকশিল্পী সতিনাথ মূখার্জী,নৃত্যশিল্পী সুজাতা রামালিঙ্গম। ২৬ মার্চ বিখ্যাত নৃত্যশিল্পী নন্দিনী ঘোষাল ও সুজাতা রামালিঙ্গম নৃত্য পরিবেশিত করবেন।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment