চিত্রপরিচালক বিশ্বজিৎ ঘোয ও প্রসেনজিৎ ঘোষ ৩ মাস ধরে পুরুলিয়া গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে "ছৌ" শিল্পকে নিয়ে একটা গোটা সিনেমা বানিয়ে ফেলেছেন। পুরুলিয়ার ঐতিহাসিক "ছৌ শিল্পের কথা আজকে বিশ্বের কারুর ই অজানা নয়,কিন্তু এই ছৌ ঘরানার শিল্পীরা খাদ্যাভাব,অর্থাভাব দুর্ভীক্ষের কবলে পড়ে একসময় ঘরছাড়া গ্রামছাড়া হতে চলেছিলেন। সেই জায়গা থেকে কত কঠিন পরিস্হিতির মধ্যে দিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা "ছৌ" শিল্পীরা প্রতিনিয়ত করে যাচ্ছেন।এদের কাহিনি নিয়েই চিত্রপরিচালক বিশ্বজিৎ ঘোষ লিখে ফেলেছিলেন '"ছৌ""। ছবির প্রধান চরিত্রে একজন অন্ধ ছৌ শিল্পীর ভুমিকায় ("নিতাই মাহাতো " ) অভিনয় করেছেন সোহম দাসগুপ্ত। বাবার ভুমিকায় ("শশধর মাহাতো") অভিনয় করেছেন সিন্ধু সপ্তর্ষী। এবং অন্য চরি্ত্রে অভিনয় করেছেন পিয়া সেনগুপ্ত,পুজা গাঙ্গুলি,মেঘা বাউল,রাজবিহারী সাহু,আলো অধিকারি,অরুপ দাস মহাপাত্র,তুষার কান্তি মন্ডল,চন্দ্র কুন্ডু,বিজয় মন্ডল,উত্তম কুমার ঘোষ এবং আরো অনেকে। পুরো ছবিটি দেখতে হলে ৩১ তারিখ অবধি অপেক্ষা করতেই হবে কারন ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ শে মার্চ নন্দন(২), ইন্দিরা,রিগাল সিনেমা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে...
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে।
ধন্যবাদান্তে,
এখন খবর
No comments:
Post a Comment