তিলত্তামার গল্প প্রকাশ পেল
ঋদ্ধি ভট্টাচার্যঃ- কলকাতা-কে প্রথম চিনেছিলেন জব চার্নক। সেই সময় এর সাথে আজ অনেক পার্থক্য এসেছে এই শহরের বুকে। এক সময় রেডিও আর গ্রামোফোন এই দুইটি ছিল মানুষের একমাত্র বিনোদনের সম্বল। শেই সময় পাওয়া যেত গানের ক্যাসেট কিন্তু যুগের সাথে তাল মেলাতে মেলাতে এখন পাওয়া যায় গানের ও আবৃতির সিডি। গত ৩০-এ মার্চ কলকাতা প্রেস ক্লাব-এ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল শৌভিক ভট্টাচার্য-এর এক্কক কবিতার অ্যালবাম “অবগাহনঃতিলত্তামার গল্প”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়তী চক্রবর্তী,সাত্যকী পাল,প্রচেতা গুপ্ত, আর জে রাজা,সোমনাথ ঘোষাল,জোজো মুখার্জী, ও তুষার এবং আরো অনেকে।
ঋদ্ধি ভট্টাচার্যঃ- কলকাতা-কে প্রথম চিনেছিলেন জব চার্নক। সেই সময় এর সাথে আজ অনেক পার্থক্য এসেছে এই শহরের বুকে। এক সময় রেডিও আর গ্রামোফোন এই দুইটি ছিল মানুষের একমাত্র বিনোদনের সম্বল। শেই সময় পাওয়া যেত গানের ক্যাসেট কিন্তু যুগের সাথে তাল মেলাতে মেলাতে এখন পাওয়া যায় গানের ও আবৃতির সিডি। গত ৩০-এ মার্চ কলকাতা প্রেস ক্লাব-এ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল শৌভিক ভট্টাচার্য-এর এক্কক কবিতার অ্যালবাম “অবগাহনঃতিলত্তামার গল্প”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়তী চক্রবর্তী,সাত্যকী পাল,প্রচেতা গুপ্ত, আর জে রাজা,সোমনাথ ঘোষাল,জোজো মুখার্জী, ও তুষার এবং আরো অনেকে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
No comments:
Post a Comment